নিজস্ব প্রতিবেদন : রাজ্যের মৎস্য মন্ত্রী সোমবার বোলপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হিসেবে বোলপুর মহকুমা শাসক দপ্তরে নিজের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে নিয়ম অনুসারে হলফনামা পেশ করেছেন। যে হলফনামা থেকে উঠে এসেছে তার কত টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে এবং তার শিক্ষাগত যোগ্যতা।
সম্পত্তি : মনোনয়নপত্র জমা দেওয়ার সময় চন্দ্রনাথ সিংহের হাতে নগদ রয়েছে ৫৫,২৫৪ টাকা এবং তার স্ত্রীর হাতে রয়েছে নগদ ৬৫,৬৫০ টাকা। ব্যাঙ্কে যে পরিমাণ অর্থ সঞ্চিত রয়েছে তার হিসেব হিসেবে তিনি জানিয়েছেন নিজের নামে রয়েছে ৯৬,১৯,৫৫২ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ৪৫,৮১,৭৫২ টাকা। এছাড়াও তার উপর নির্ভরশীল দুজনের নামে রয়েছে ১০,৮৪,৪৯১ এবং ১১,৫৯৪৮০ টাকা।
চন্দ্রনাথ সিংহের ৩৫০ গ্রাম ওজনের সোনার গয়না রয়েছে। তার স্ত্রীর সোনার গয়না রয়েছে ২৩৩ গ্রাম। অন্যান্যদের সোনার গয়না রয়েছে ২৯ গ্রাম করে। মৎস্য মন্ত্রী এবং তার স্ত্রীর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটিংস ছাড়াও রয়েছে ফিক্সড ডিপোজিট। এছাড়াও রয়েছে এনএসএস, পোস্টাল সেভিংস এবং জীবন বীমার মত বিনিয়ম।
মৎস মন্ত্রীর নামে রয়েছে চাষযোগ্য জমি যার আনুমানিক বর্তমান বাজার মূল্য ৬ লক্ষ ৬৮ হাজার ৫৬ টাকা। তার স্ত্রীর নামে কোন রকম চাষযোগ্য জমি নেই। মৎস মন্ত্রীর অচাষযোগ্য যে সকল জমি রয়েছে তার বর্তমান আনুমানিক বাজার মূল্য ১২,৬০,৩৯৪ টাকা। তার স্ত্রীর নামে থাকা অচাষ যোগ্য জমির বর্তমান বাজার মূল্য ২,৪০,৯৮,৮৮৯ টাকা। এছাড়াও বাসযোগ্য যে সকল সম্পত্তি রয়েছে তার বর্তমান আনুমানিক বাজার মূল্য ২৮,৬৭,২৫০ টাকা। মন্ত্রী বা স্ত্রীর নামে কোন রকম ঋণ নেই।
শিক্ষাগত যোগ্যতা : মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ হলফনামা পেশ করেছেন তা থেকে জানা যাচ্ছে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেখান থেকে তিনি ১৯৮৮ সালে গণিতে এমএসসি সম্পূর্ণ করেন। এরপর তিনি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ফিজিওথেরাপিতে ডিপ্লোমা করেন।