মন্ত্রী আশীষ ব্যানার্জী কত টাকার মালিক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রামপুরহাট বিধানসভার তৃণমূল প্রার্থী আশীষ ব্যানার্জি সোমবার রামপুরহাট মহকুমা শাসক দপ্তরে তৃণমূলের টিকিটে এবছর মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে নির্বাচন কমিশনের নিয়ম মেনে হলফনামা জমা দেন। সেই হলফনামা থেকে জানা যাচ্ছে রাজ্যের কোন না কোন মন্ত্রিত্বের পদে গত ১০ বছর ধরে থাকা আশীষ ব্যানার্জীর সম্পত্তির পরিমাণ এবং তার শিক্ষাগত যোগ্যতা।

Advertisements

Advertisements

সম্পত্তি : হলফনামা জমা দেওয়ার সময় আশীষ ব্যানার্জি নির্বাচন কমিশনকে জানিয়েছেন তার হাতে নগদ রয়েছে ২৫,০০০ টাকা এবং তার স্ত্রীর হাতে রয়েছে ৭,০০০ টাকা। একাধিক ব্যাঙ্ক, পোস্ট অফিস এবং অন্যান্য ক্ষেত্রে যে পরিমাণ বিনিয়োগ তিনি করে রেখেছেন তার মোট অঙ্ক হলো ১ কোটি ২৬ লক্ষ ৯৭ হাজার ৭০৪ টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ৪ লক্ষ ১৩ হাজার ২৯০ টাকা।

Advertisements

আশীষ ব্যানার্জির নামে রয়েছে একাধিক চাষযোগ্য জমি। যেসকল জমির বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৮ লক্ষ ৩৬ হাজার ৫০০ টাকা। তার স্ত্রীর নামে কোন রকম চাষযোগ্য জমি নেই। চাষ অযোগ্য যে পরিমাণ জমি তার নামে রয়েছে তার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ ৫০ হাজার টাকা। তার স্ত্রীর নামে থাকা চাষ অযোগ্য জমির বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ ৫০ হাজার টাকা।

মন্ত্রীর নামে থাকা বাসযোগ্য বাড়ির বর্তমান আনুমানিক বাজার মূল্য ১৮ লক্ষ ৮০ হাজার টাকা। তাঁর এই সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মোট বাজার মূল্য আনুমানিক ৪৩ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা এবং তার স্ত্রীর নামে থাকা মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ ৫০ হাজার টাকা।

[aaroporuntag]
শিক্ষাগত যোগ্যতা : মন্ত্রী আশীষ ব্যানার্জি ডক্টরেট। তিনি ১৯৮৫ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ফিলোসফিতে ডক্টরেট করেন। এর আগে তিনি ১৯৬৭ সালে রামপুরহাট হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক, ১৯৭০ সালে রামপুরহাট কলেজ থেকে বাংলা অনার্স, ১৯৭২ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা এমএ করেছেন।

Advertisements