নিজস্ব প্রতিবেদন : টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীকে এবার সরাসরি রাজনৈতিক দলে নাম লেখানোর পাশাপাশি প্রার্থী হতে দেখা গিয়েছে। পাল্লাটা তৃণমূলের দিকে ভারী হলেও পিছিয়ে নেই গেরুয়া শিবির বিজেপিও। তারাও একাধিক অভিনেতা-অভিনেত্রীকে সরাসরি ভোটের আঙিনায় নামিয়ে শাসকদলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। আর এরকমই বিজেপির এক তারকা প্রার্থী হলেন টলি অভিনেত্রী পায়েল সরকার।
পায়েল সরকার এবার বেহালা পূর্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতিপক্ষ হিসাবে মূলত উঠে আসছে তৃণমূলের রত্না চ্যাটার্জির নাম। পায়েল সরকার ইতিমধ্যেই তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে নিয়ম মেনে হলফনামা জমা দিয়েছেন। সেই হলফনামা থেকে জানা যাচ্ছে তিনি কত টাকার মালিক এবং তার শিক্ষাগত যোগ্যতা কতটা।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পায়েল সরকার জানিয়েছেন তার হাতে নগদ রয়েছে ৫০,০০০ টাকা। ব্যাঙ্ক, সোনার গয়না, গাড়ি এবং অন্যান্য বিনিয়োগ নিয়ে তার মোট সম্পত্তির পরিমাণ হল ৭১ লক্ষ ৫৮ হাজার ৩০৭ টাকা। যার মধ্যে রয়েছে আড়াই লক্ষ টাকার সোনার গয়না, ১৬ লক্ষ টাকার একটি গাড়ি, বাকি মিউচুয়াল ফান্ড ও ব্যাঙ্ক ডিপোজিট।
তার নামে কোন রকম চাষযোগ্য জমি অথবা অচাষযোগ্য জমি না থাকলেও যে ফ্ল্যাটটি রয়েছে তার মূল্য হল ১ কোটি ৩৭ লক্ষ ৭২ হাজার ৬৬০ টাকা। বর্তমানে অবশ্য এর বাজার মূল্য বেড়েছে। বর্তমানে এর বাজারমূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৪০ লক্ষ টাকা। এর পাশাপাশি অভিনেত্রীর রয়েছে বিপুল পরিমাণ ঋণ। যে ঋণ তিনি হোম লোন হিসেবে নিয়েছেন। পরিমাণটা হলো ৫৯ লক্ষ ৯৪ হাজার ৩৩৬ টাকা।
[aaroporuntag]
এর পাশাপাশি হলফনামা থেকে জানা যাচ্ছে অভিনেত্রী এই বিজেপি প্রার্থী ইতিহাসে অনার্স করেছেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে। তিনি ২০০৩ সালে অনার্স সম্পূর্ণ করেন।