নিজস্ব প্রতিবেদন : ব্যান্ডেল থেকে বলিউডে পাড়ি দিয়ে হয়ে উঠেছেন শিল্পী। আর এই শিল্পীর আঙিনা থেকে আবার রাজনৈতিক আঙিনায় পা রাখা। রাজনৈতিক আঙিনায় পা রেখেই পরপর সফলতা। বিজেপির প্রার্থী হিসেবে পরপর দুবার লোকসভায় জয়লাভ করে সাংসদ হন। আর একুশের বিধানসভায় তিনি টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীও ছিলেন। তবে সেখানে তাঁকে পরাজয়ের মুখ দেখতে হয়।
বাবুল সুপ্রিয়র আসল নাম হল সুপ্রিয় বড়াল। বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী মনোনীত হওয়ার পর ২৩ মার্চ মনোনয়ন জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের নিয়ম মেনে হলফনামা জমা দিয়েছিলেন। যে হলফনামা থেকে উঠে আসছে তার সম্পত্তির পরিমাণ, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিষয়গুলি।
সম্পত্তি : বাবুল সুপ্রিয় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার হাতে নগদ ৫১ হাজার টাকা এবং তার স্ত্রীর হাতে ৩৭ হাজার টাকা ছিল বলে জানিয়েছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন ক্ষেত্রে তার যে বিনিয়োগ রয়েছে তার মোট পরিমাণ হল ১ কোটি ৪৫ লক্ষ ৪১ হাজার ৭৬৯ টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ১৯ লক্ষ ৫২ হাজার ২০০ টাকা। দুজনের নামে কোন রকম চাষযোগ্য জমি নেই।
অচাষযোগ্য জমি হিসাবে বাবুল সুপ্রিয়র নামে রয়েছে ২৭০০ স্কয়ার ফিটের একটি জমি। যার মূল্য ১৯ লক্ষ টাকা। তবে তাদের পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র সহ একাধিক জায়গায় ৬টি ফ্ল্যাট রয়েছে। যেগুলির বর্তমান বাজারমূল্য যথাক্রমে ১ কোটি ৮০ লক্ষ টাকা, ৬৮ লক্ষ টাকা, ২০ লক্ষ টাকা, ৪০ লক্ষ টাকা, ৩৬ লক্ষ টাকা, ৪০ লক্ষ টাকা এবং ১ কোটি ৬০ লক্ষ টাকা।
বাবুল সুপ্রিয়র নামে লোন রয়েছে মোট ৮৬ লক্ষ ৮১ হাজার ৮৮ টাকার এবং তার স্ত্রীর মোট লোনের পরিমাণ হল ১৯ লক্ষ ৯০ হাজার টাকা। এই সকল লোন তারা চারটি পর্যায়ে হোম লোন হিসাবে ব্যাঙ্ক থেকে নিয়েছেন।
[aaroporuntag]
শিক্ষাগত যোগ্যতা : বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন। তিনি ১৯৯১ সালে কলকাতা ইউনিভার্সিটির শ্রীরামপুর কলেজ থেকে স্নাতকোত্তর হন।