মাথায় কোটির বেশি ঋণ, রইলো বৈশালী ডালমিয়ার সম্পত্তির হিসাব

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দলের বিরুদ্ধে বারংবার সরব হওয়ার কারণে একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বহিষ্কৃত হন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। বহিষ্কৃত হওয়ার পর তিনি যোগ দেন বিজেপি শিবিরে। আর এই বিজেপি শিবির থেকেই তাকে প্রার্থী করা হয় বালি বিধানসভা কেন্দ্রেই।

Advertisements

বিজেপির তরফ থেকে বালি বিধানসভা কেন্দ্রের প্রার্থী মনোনীত হওয়ার পর তিনি রীতি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী হলফনামা জমা দিয়েছেন। যে হলফনামা থেকে উঠে এসেছে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়ার সম্পত্তির হিসেব-নিকেশ এবং শিক্ষাগত যোগ্যতা।

Advertisements

সম্পত্তি : বৈশালী ডালমিয়া মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় জানিয়েছেন তার হাতে নগদ রয়েছে ২ লক্ষ ৮৪ হাজার ৬৮৯.২২টাকা। তার একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকার পাশাপাশি রয়েছে ৩৯ লক্ষ টাকা দামের একটি গাড়ি। এই সকল ক্ষেত্রে তার মোট সম্পত্তির পরিমাণ হল ২ কোটি ১৯ লক্ষ ৩০ হাজার ৯৬১.৪০ টাকা। তবে তার নামে কোথাও কোন চাষযোগ্য অথবা অচাষযোগ্য কোনো জমি নেই।

Advertisements

হাওড়ার বালিতে তার নামে রয়েছে একটি দোতলা বাড়ি। ১৬৫১ স্কয়ার ফিট জায়গার ওপর তৈরি এই বাড়িটির আনুমানিক মূল্য হিসেবে ৫৫ লক্ষ টাকা হলফনামায় জানিয়েছেন বৈশালী ডালমিয়া। তবে এসবের পাশাপাশি তার মাথায় রয়েছে কোটি টাকার বেশি ঋণ। তার ঋণের পরিমাণ হল ১ কোটি ৮ লক্ষ ৪০ হাজার ৭৪৬.৪০ টাকা। তার এই সকল সম্পত্তির যোগান হিসাবে ব্যবসার কথা উল্লেখ করেছেন।

[aaroporuntag]
শিক্ষাগত যোগ্যতা : বৈশালী ডালমিয়া ১৯৯২ সালে কলা বিভাগে স্নাতক হন। তিনি রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে স্নাতক হয়েছেন।

Advertisements