অডিও ফাঁসের পাল্টা প্রশান্ত কিশোর, ‘১০০ পেরোবে না বিজেপি’

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চতুর্থ দফার ভোটে দিন সাতসকালে প্রশান্ত কিশোরের অডিও টেপ (অডিওর সত্যতা যাচাই করেনি BanglaXp) ফাঁস করে বিজেপি। আর এই অডিও টেপ নিয়ে সকাল থেকেই সরগরম বঙ্গ রাজনীতি। কারণ অডিও টেপে প্রশান্ত কিশোরকে বলতে শোনা যায়, ‘বাংলায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। বিজেপির ভোট বৃদ্ধির কারণে রয়েছেন তিনিই’।

Advertisements

এর পাশাপাশি এই অডিও টেপে প্রশান্ত কিশোরকে বলতে শোনা যায় সংখ্যালঘু তোষণ সম্পর্কিত নানান ব্যাখ্যা। যেখানে তিনি সরাসরি বলেন, ‘বাংলায় গত ২০ বছর ধরে বাম, কংগ্রেস এবং দিদি সংখ্যালঘুদের তোষণের জন্য সবকিছু করেছেন। এখানকার রাজনীতির গুরুত্বপূর্ণ ধারণা হলো সংখ্যালঘু মোট যেদিকে যাবে তারাই সরকার গড়বে। যে কারণে বাম, কংগ্রেস এবং তৃণমূল যখন সংখ্যালঘু ভোটের দিকে নজর দিচ্ছে সেই সময় হিন্দুরাও ভাবছে আমাদের জন্য কেউ বলছে। কোথাও না কোথাও বিষয়টির সদ্ব্যবহার করছে বিজেপি।” আর এরপরেই নানান প্রশ্ন ওঠার পাশাপাশি প্রশ্ন উঠছে তাহলে কি রাজ্যের তৃণমূল ধাক্কা খেতে চলেছে?

Advertisements

Advertisements

[aaroporuntag]
তবে বিজেপির তরফ থেকে এই অডিও টেপ ফাঁস করার পাল্টা হিসেবে প্রশান্ত কিশোর ফের দাবি করলেন, ‘বাংলায় বিজেপি ১০০ পার হবে না’। পাশাপাশি তিনি এদিন টুইট করেছেন, “আমি খুশি যে নিজেদের নেতাদের তুলনায় আমার চ্যাটকে বেশি গুরুত্বের সহকারে দেখছে বিজেপি। আংশিক কথোপকথন প্রকাশ করে সাহস দেখিয়ে পুরো কথোপকথন প্রকাশ করে দিক ওরা।”

Advertisements