বিজেপি প্রার্থী পার্ণো মিত্র কত টাকার মালিক, শিক্ষাগত যোগ্যতা কতটা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূল এবং গেরুয়া শিবিরে স্থান পেয়েছেন একাধিক টলি তারকারা। এই সকল টলি তারকাদের অনেকেই সরাসরি রাজনীতির আঙ্গিনায় পা রেখেই সুযোগ পেয়েছেন ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বীতা করার। যাদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী পার্ণো মিত্র। তিনি এবার বরানগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Advertisements

পার্ণো মিত্র বিজেপির প্রার্থী মনোনীত হওয়ার পর নিয়ম মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি পেশ করেছেন হলফনামা। যে হলফনামা থেকে জানা যাচ্ছে তার সম্পত্তির পরিমাণ এবং তার শিক্ষাগত যোগ্যতা।

Advertisements

পার্ণো মিত্র মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় জানিয়েছেন তার হাতে নগদ রয়েছে ১৪ হাজার ৩৭৫ টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে তিনি রোজগার করেছেন ৩ লক্ষ ৩৯ হাজার ৯৮২ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে রোজগার করেছেন ৮ লক্ষ ১৪ হাজার ১৬ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে রোজগার করেছেন ৫ লক্ষ ১৯ হাজার ৮৭৩ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে রোজগার করেছেন ১৭ লক্ষ ৩২ হাজার ৯৪৮ টাকা।

Advertisements

ব্যাঙ্ক এবং জীবন বিমা মিলে তার মোট আমানতের পরিমাণ ১০ লক্ষ ৭ হাজার ৬৩৩.৭২ টাকা। তার একটি ৩ লক্ষ ৬৫ হাজার ২১০ টাকা দামের গাড়ি রয়েছে, এছাড়াও রয়েছে ২০ গ্রাম ওজনের সোনার গয়না। যার বর্তমান বাজার মূল্য ৭০ হাজার টাকা। সব মিলিয়ে তার মোট সম্পত্তির পরিমাণ ১৪ লক্ষ ৪২ হাজার ৮৪৩.৭২ টাকা।

তার নামে বালিগঞ্জে একটি ফ্ল্যাট রয়েছে যার বর্তমান বাজার মূল্য হল ৫৫ লক্ষ টাকা। এছাড়া তাঁর নামে আর কোনো জমিজমা নেই। অর্থাৎ তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ টাকা।

[aaroporuntag]
পার্ণো মিত্র মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানিয়েছেন। যেখানে তিনি জানিয়েছেন NIOS থেকে ২০০৪ সালে মাধ্যমিক পাস করেছেন।

Advertisements