‘একসাথে করা হোক বাকি দফার ভোট’, অনুরোধ মমতার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান রাজ্যের করোনা পরিস্থিতিতে দিন কয়েক ধরেই জল্পনা তৈরি হয়েছে শেষ তিন দফা ভোট হতে পারে একসাথে। যদিও নির্বাচন কমিশন বৃহস্পতিবার রাজ্যের পর্যবেক্ষকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে স্পষ্ট জানিয়ে দেয়, তিন দফা ভোট একসাথে করা সম্ভব নয়। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন করাতে নারাজ।

Advertisements

তবে এর পরেও এই সিদ্ধান্তের বিরোধীতা করতে দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি ফের একবার নির্বাচন কমিশনকে আবেদন করেছেন বাকি দফাগুলি যাতে একসাথে করা যায় তার জন্য। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মূলত টুইট করে এই আবেদন করেন।

Advertisements

টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “অতিমারির মধ্যে ৮ দফায় বাংলায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তার তীব্র বিরোধিতা করছি। কোভিড-১৯ সংক্রমিত ক্রমশ বাড়ছে, এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করছি, বাকি দফাগুলি একসঙ্গে করার কথা বিবেচনা করে দেখা হোক। এতে কোভিড সংক্রমণ থেকে বাঁচতে পারবেন মানুষ।”

Advertisements

[aaroporuntag]
নির্বাচন কমিশন গতকাল বৈঠক করে জানিয়েছে শেষ তিন দফা ভোট গ্রহণ যদি একসাথে করতে হয় তাহলে অতিরিক্ত ১৪০০ কোম্পানি বাহিনীর প্রয়োজন হবে। যা এই মুহূর্তে অসম্ভব। তবে এর মধ্যেও শুক্রবার একটি সর্বদলীয় বৈঠক রয়েছে। নির্বাচন কমিশনের সাথে এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে করোনা পরিস্থিতি মেনে নির্বাচন করা হবে তার দিকে, এমনটাই মনে করা হচ্ছে।

Advertisements