শীতলকুচি কান্ডের জের, বাহিনীকে কমিশনের নয়া নির্দেশ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চতুর্থ দফা ভোটের দিন শীতলকুচির ১২৬ নং বুথের ঘটনা আজও রাজ্য রাজনীতির অন্যতম চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। এই ঘটনায় যেভাবে শাসকদল তৃণমূল এবং বামেরা নির্বাচন কমিশনকে লাগাতার আক্রমণ করে চলেছে তাতে কিছুটা হলেও ব্যাকফুটে পড়তে হচ্ছে নির্বাচন কমিশনকে। তাই শীতলকুচি ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য নড়েচড়ে বসলো কমিশন।

Advertisements

Advertisements

বৃহস্পতিবার নতুন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক, মুখ্য নির্বাচন আধিকারিক সহ অন্যান্যদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করেন। আর সেই বৈঠক চলাকালীন উঠে আসে শীতলকুচির প্রসঙ্গ। আর এই বৈঠকের নির্বাচন কমিশন গুলি না চালানোর কথা স্পষ্ট করে জানিয়ে দেয়।

Advertisements

[aaroporuntag]
নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, বুথের ২০০ মিটারের মধ্যে জমায়েত কিংবা জটলা হলেও আর যেন গুলি চালানো না হয়। তাহলে কি পদক্ষেপ নেবে বাহিনী? এই প্রসঙ্গে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, সিআরপিসির ১৫১ বা ১৮৮ ধারা প্রয়োগ করার কথা। কোনরকম জমায়েত অথবা জটলা হলে বাহিনী যেন এই দুই ধারা প্রয়োগ করে অভিযুক্তদের আটক করে। প্রয়োজন পড়লে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

Advertisements