‘৮ দফা ভোটের জন্য করোনা বেড়ে গেল’, দাবি অনুব্রত মণ্ডলের

Shyamali Das

Updated on:

Advertisements

প্রসূন দাস : ৪৫ বছর বয়সী বা তার থেকে বেশী বয়সী সকলকেই করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয় এপ্রিল মাসের প্রথম দিন থেকে। তবে এতদিন ভ্যাকসিন না নিলেও অবশেষে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল শুক্রবার বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে করোনার টিকা নেন। আর করোনার টিকা নিয়েই বাতলে দিলেন করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ।

Advertisements

Advertisements

অনুব্রত মণ্ডল এদিন টিকা নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণ হিসাবে ৮ দফা ভোটকে দায়ী করেছেন। পাশাপাশি দায়ী করেছেন বিজেপি সরকারকে। তার দাবি বিজেপি সরকারের জন্যই পশ্চিমবঙ্গে আট দফায় নির্বাচন হচ্ছে।

Advertisements

অনুব্রত মণ্ডল বলেন, “এই অপদার্থ বিজেপি সরকারের জন্য ভোটটা আট দফায়। তার জন্য ওয়েস্ট বেঙ্গলে করোনাটা বেড়ে গেল। আর অন্ধ ধৃতরাষ্ট্র (নির্বাচন কমিশন) তাকিয়ে আছে। কেন এখনো ভোটটা একদফায় করে দিচ্ছে না? বাংলার মানুষকে কি মারতে চাইছে? না বাংলার মানুষের কোন জীবনের দাম নাই? আজ যদি ৮ দফা ভোট না হতো তাহলে তো এত করোনা হতো না। করোনাটা এত ছড়া তো? বাংলার মানুষকে মারতে চাইছে।”

[aaroporuntag]
তাহলে কে করোনা ছড়াচ্ছে? এই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল স্পষ্ট করে জানিয়ে দেন ‘বিজেপি করোনা ছড়াচ্ছে’। তিনি বলেন, “ওই (বিজেপি) তো আট দফা ভোট করেছে। আর ধৃতরাস্ট্র আছে, অন্ধ ধৃতরাষ্ট্র।”

Advertisements