নিজস্ব প্রতিবেদন : ভোটমুখী বাংলায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বাড়ছে প্রাণহানির সংখ্যা। অজস্র সাধারণ মানুষকে প্রাণ হারাতে হচ্ছে করোনা আক্রান্ত হয়ে। আর এমত অবস্থাতেই ভোটের আগেই প্রাণ হারালেন বাংলার দুই প্রার্থী।
করোনা আক্রান্ত হয়ে প্রথম প্রাণ হারিয়েছেন মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রেজাউল হক। দিন কয়েক ধরেই তিনি করোনা আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। এরপর শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে তাকে ভর্তি করা হয় জঙ্গিপুরের একটি বেসরকারি হাসপাতালে। তবে সেখানে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে নিয়ে আসা হয় কলকাতায়। সেখানে তিনি বৃহস্পতিবার সকালে মারা যান।
করোনা আক্রান্ত হয়ে দ্বিতীয় যে প্রার্থী প্রাণ হারালেন তিনিও মুর্শিদাবাদ জেলার। মাত্র একদিনের ব্যবধানে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। ভোট পর্ব চলাকালীন ভোটের আগেই করোনা আক্রান্ত হয়ে এমন দুই প্রার্থীর মৃত্যুর ঘটনাই ঘটলো মুর্শিদাবাদে।
মৃত এই প্রার্থীর পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক ধরেই অসুস্থ থাকার পর সোমবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার পরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ভর্তি করা হয় বহরমপুর মেডিকেল কলেজে। কিন্তু সেখানে তিনি চিকিৎসায় সাড়া দেননি এবং শুক্রবার বিকালে মারা যান।
[aaroporuntag]
আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় ভোটগ্রহণের সূচি রয়েছে মুর্শিদাবাদের ১০টি বিধানসভা কেন্দ্রে। তবে এই ১০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এই দুই বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণের ক্ষেত্রে আপাতত হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই দুই বিধানসভা কেন্দ্রের ভোটের দিনক্ষণ পরে নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে।