নিজস্ব প্রতিবেদন : ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। এবার তাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরালকে কেন্দ্র করে। যে ভিডিওতে দেখা যাচ্ছে ফিরহাদ হাকিম কুরুচিকর মন্তব্য করছেন বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি, যদিও আমাদের সংবাদমাধ্যম এই ভিডিওর সত্যতা যাচাই করে নি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিজেপি নেতা অমিত মালব্যও সেটিকে সামনে এনেছে। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে কাজের ব্যস্ততার মাঝে প্রচারের সময় কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম প্রচারে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছেন।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওকে হাতিয়ার করে বিজেপির পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য তৃণমূলকে একহাত নিয়েছেন। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েননি।
দিলীপ ঘোষ জানিয়েছে, “তৃণমূলের এখন গরু হারিয়ে গেছে। চাষীর গরু হারালে কেমন টালমাটাল থাকেন। ঠিক তেমনি মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রীরা কি বলছেন তা ঠিক ঠিকানা নেই। ভোট যত এগোচ্ছে সবকিছু হাতের বাইরে চলে যাওয়ায় হতাশ হয়ে এমন কথাবার্তা বলছেন।”
যদিও এই ভিডিওটিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি, “প্রত্যেকবার ভোটের আগে এরকম একটা একটা করে ভুয়ো ভিডিও বিজেপি আইটি সেল ছাড়ছে। আগেরবারের মিনি পাকিস্তান বলে মিথ্যা ছড়ানো হয়েছিল আর এবার গালাগালি বসানো হয়েছে। গালাগালিটা ওরা দিচ্ছিল। এটা দেখিয়ে ওরা মানুষকে উত্তপ্ত করতে চাইছে।”
#BreakingNews #zee24ghanta
@BJP4Bengal @AITCofficialভোটপ্রচারে গিয়ে বিজেপিকে কটূক্তির অভিযোগ উঠল ফিরহাদ হাকিমের বিরুদ্ধে, সোমবার প্রচারে গিয়ে বিজেপির উদ্দেশ্যে তীব্র কটূক্তি করেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী বলে অভিযোগ। pic.twitter.com/1x6LN8GmUk
— zee24ghanta (@Zee24Ghanta) April 20, 2021
“Ye election ho jaane do, suar ke bache CISF ke against action lenge…” says Firhad Hakim, TMC leader and ex-Mayor of Kolkata.
If Mamata Banerjee is constantly instigating her cadres to indulge in violence against central para military forces, how can her minions be behind? pic.twitter.com/ceL1Di7xvK
— Amit Malviya (@amitmalviya) April 20, 2021
[aaroporuntag]
তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিতর্কের জল গড়িয়েছে নির্বাচন কমিশন পর্যন্ত। এই বিষয়টি নিয়ে বিজেপির এক প্রতিনিধি দল কমিশনের দ্বারস্থ হয়। বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত এই মন্তব্যের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানিয়েছেন কমিশনের কাছে।