মোদির পর বাতিল মমতার সভা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশ তথা রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার বিকাল বেলায় টুইট করে ঘোষণা করেন আগামীকাল বাংলায় তার চারটি সভা রয়েছে তাতে তিনি উপস্থিত থাকতে পারবেন না। করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য এই জনসভাগুলি বাতিল করা হচ্ছে। আর এবার সেই একই পথে হাঁটলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

Advertisements

রাজ্যের করোনার পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন ধাক্কা খায় কলকাতা হাইকোর্টে। এর পরেই তড়িঘড়ি বৈঠকে বসে নির্বাচন কমিশন। সেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করা হয় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর থেকে বাতিল করা হচ্ছে সমস্ত রকম রোড শো অথবা জনসভা, বাইক, সাইকেল অথবা অন্য কোন র‍্যালি। পাশাপাশি জানানো হয় যে সকল জনপ্রিয় করা হবে সে সকল জনসভায় সর্বাধিক ৫০০ জন উপস্থিত থাকতে পারবেন এবং সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পরবর্তী সমস্ত সভা বাতিলের ঘোষণা করেন।

Advertisements

মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন, “দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি এবং আজকের নির্বাচন কমিশনের নির্দেশের পর আমি আমার সমস্ত পূর্বনির্ধারিত সভা বাতিল করছি। তবে ভার্চুয়ালি সভা করা হবে। ভার্চুয়াল সভা কবে কোথায় হবে তা সম্পর্কে সূচি পরবর্তীতে জানানো হবে।”

[aaroporuntag]
প্রসঙ্গত, আগামীকাল অর্থাৎ শুক্রবার যেমন পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সিউড়ি বিধানসভা সহ চার জায়গায় ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ঠিক তেমনই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোলপুর সহ চার জায়গায় জনসভা ছিল। আর এই সমস্ত জনসভা বাতিল ঘোষণা হলো।

Advertisements