গেলেই টিকা নয়, ১৮ ঊর্ধ্বদের যা যা করতে হবে জানালো কেন্দ্র

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের করোনা পরিস্থিতি প্রতিনিয়ত ভয়ঙ্কর রূপ নিতে শুরু করায় দিন কয়েক আগেই কেন্দ্রের তরফ থেকে এর দাওয়াই হিসাবে টিকাকরণ কর্মসূচিকেই বেছে নেওয়া হয়। যার পরেই কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয় ১৮ ঊর্ধ্বদের প্রত্যেককে আগামী ১লা মে থেকে টিকা দেওয়া হবে। কিন্তু টাকা নেওয়ার জন্য কেন্দ্রে গেলেই টিকা মিলবে না, এমনটাই জানা যাচ্ছে। টিকা নেওয়ার আগে ১৮ ঊর্ধ্বদের যা যা করতে হবে তা নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।

Advertisements

টিকাকরণের এই পর্যায়ে সবথেকে বেশি মানুষ টিকা নেওয়ার জন্য লাফিয়ে পড়বেন এই দিকটিকে মাথায় রেখে যাতে সমস্ত প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে হয় তার জন্য কেন্দ্র রবিবার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য একটি নির্দেশিকা জারি করে। যে নির্দেশিকা প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব, প্রিন্সিপাল সেক্রেটারি-সহ স্বাস্থ্যসচিবকে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কি নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়?

Advertisements

নির্দেশিকায় প্রথমেই জানানো হয়েছে, ১৮ ঊর্দ্ধ যারা টিকা নিতে ইচ্ছুক তাদের প্রথম এই CoWin অ্যাপ, আরোগ্য সেতু অ্যাপ অথবা cowin.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। প্রথম দু’দফা টিকাকরণের ক্ষেত্রে এই পদ্ধতি বজায় ছিল এবং তা আগামী দিনেও থাকবে বলে জানানো হয়েছে। টিকাকরণের যাবতীয় রেকর্ড ডিজিটাল মাধ্যমে নথিভূক্ত থাকবে এবং টিকাকরণ হয়ে যাওয়ার পর সার্টিফিকেট উপরিউক্ত অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

Advertisements

দ্বিতীয়ত, টিকাকরণ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে টিকা সংরক্ষিত রাখার ব্যবস্থা করতে হবে। টিকা নেওয়ার আগেই ইচ্ছুক ব্যক্তিদের জন্য টিকা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে জায়গা রাখতে হবে যাতে তারা অপেক্ষারত অবস্থায় যেন ধৈর্য হারিয়ে না ফেলেন।

তৃতীয়ত, টিকা নেওয়ার পর কোন ব্যক্তির শরীরে কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কিনা তা খেয়াল রাখার দায়িত্ব সংশ্লিষ্ট টিকা কেন্দ্রের। এদিকে বিশেষভাবে নজর দেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকায়।

কবে থেকে হবে রেজিস্ট্রেশন?

[aaroporuntag]
আগামী ২৮ এপ্রিল অর্থাৎ বুধবার থেকে ১৮ ঊর্ধ্ব ইচ্ছুক ব্যক্তিরা টিকা নেওয়ার জন্য CoWin অ্যাপ, আরোগ্য সেতু অ্যাপ অথবা cowin.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন।

Advertisements