নিজস্ব প্রতিবেদন : বিশ্বের দ্রুততম করোনা সংক্রমণ বৃদ্ধি ভারতে। অন্ততপক্ষে বর্তমান পরিস্থিতির পরিসংখ্যান এমনটাই বলছে। আর এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সাথে মেলামেশার সময়ও সতর্ক থাকা এবং সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিলেন নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডঃ ভি কে পাল।
তিনি সোমবার সাংবাদিক বৈঠক করে জানান, “বর্তমান করোনা পরিস্থিতিতে অযথা বাইরে বেরোবেন না। দয়া করে এই সাবধানতা অবলম্বন করুন। মাস্ক পরাটা অত্যন্ত জরুরী। প্রয়োজনে বাড়ির মধ্যে মাস্ক পরে থাকার অভ্যাস করুন।”
শুধু মাস্ক নয়, এর পাশাপাশি ডঃ ভি কে পাল জোর দিয়েছেন সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রেও। সে ক্ষেত্রে তিনি জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতিতে কাউকে বাড়িতে আমন্ত্রণ জানাবেন না। বর্তমানে আমাদের আরও বেশি সর্তকতা অবলম্বন করতে হবে।”
এর পাশাপাশি তিনি দাবি করেন, এই পরিস্থিতিতে টিকাকরণের গতি আরও বাড়াতে হবে। কোনভাবেই টিকাকরণের গতিকে থামিয়ে দেওয়া যাবে না।
In this COVID19 situation, please don't go out unnecessarily, and even within the family wear a mask. It is very important to wear a mask. Do not invite people into your home: Dr. VK Paul, Member-Health, Niti Aayog pic.twitter.com/hSp7IeuJGl
— ANI (@ANI) April 26, 2021
Questions are being asked whether vaccine can be taken by women during menstruation. The answer is yes, the vaccine can be taken during periods. This is no reason to postpone vaccination: Dr. VK Paul, Member-Health, Niti Aayog
— ANI (@ANI) April 26, 2021
[aaroporuntag]
অন্যদিকে টিকাকরণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু বিভ্রান্তিকর প্রশ্ন ঘোরাফেরা করছে। সেই সকল একাধিক প্রশ্নের পরিপ্রেক্ষিতে ডঃ ভি কে পাল এদিন বলেন, টিকাকরণ করার সময় টিকাকরণ নিজেদের শারীরিক অসুবিধার কথা জানাতে হবে। অনেকের ক্ষেত্রেই প্রশ্ন ছিল ঋতুস্রাব চলাকালীন টিকা নেওয়া যাবে কিনা? এর উত্তরে তিনি জানান, ‘ঋতুস্রাবের সময় টিকা নিলেও কোন ভয়ের কারণ নেই।’