নিজস্ব প্রতিবেদন : বীরভূমের ভোটের আগে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে প্রথমে আয়কর দপ্তর নোটিশ পাঠায় এবং ঠিক তার পরেই গরু পাচার কাণ্ডে সিবিআই তাকে নোটিশ পাঠিয়ে মঙ্গলবার সিবিআই দপ্তর নিজাম প্যালেসে হাজির হতে নির্দেশ দেয়। কিন্তু সেই হাজিরার নির্দেশ এড়ালেন অনুব্রত মণ্ডল।
সিবিআই দপ্তরে চিঠি দিয়ে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, ভয়ঙ্কর করোনা পরিস্থিতির কারণে তিনি এখন বাড়ির বাইরে বের হচ্ছেন না এবং শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি এখনই সিবিআই দপ্তরে আসতে পারবেন না। আর এই চিঠি দেওয়ার পাশাপাশি তিনি সিবিআই-এর কাছে দুই সপ্তাহের সময় চেয়ে নিয়েছেন। এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে।
অনুব্রত মণ্ডলের থেকে এই চিঠি পাওয়ার পর সিবিআই অফিসাররা তা নিয়ে বৈঠকে বসেছেন বলেও জানা যাচ্ছে। এখন দেখার বিষয় সিবিআই কি করে। অনুব্রত মণ্ডলের অনুরোধ মেনে সময়, নাকি ফের নোটিশ। অন্যদিকে এটাও জানা গিয়েছে যে অনুব্রত মণ্ডল ছাড়াও এই গরু পাচার কাণ্ডে তার এক নিরাপত্তারক্ষী সাইগেল হুসেনকেও নোটিশ পাঠিয়েছে সিবিআই। আর তারও আজ হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনিও সেই হাজিরা এড়িছেন।
[aaroporuntag]
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ সোমবার অনুব্রত মণ্ডলকে সিবিআই-এর নোটিশ পাঠানোর খবর চাউর হওয়ার পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামপুকুরের মিনার্ভা থিয়েটারে সাংবাদিক সম্মেলন করার সময় বলেন, “কেষ্টকে ওরা নোটিশ পাঠিয়েছে। আমি বলে দিয়েছি, একদম যাবি না। ইলেকশন প্রসেস শেষ হবে তারপর যাবি। আমি একটা পার্টির পলিটিক্যাল কর্মী। বাধা দেবেন না।” তৃণমূল সুপ্রিমোর সেই নির্দেশই অনুব্রত মণ্ডল অক্ষরে অক্ষরে পালন করলেন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।