নিজস্ব প্রতিবেদন : ভোটের আগের দিন নির্বাচন কমিশনের আধিকারিক এবং বাহিনীর সাথে দিনভর লুকোচুরির পর অবশেষে নিজের বাসায় ফিরলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আর তিনি ফিরে এসেই সাংবাদিকদের মুখোমুখি হলে প্রশ্ন ওঠে, আপনাকে যে খুঁজে পাওয়া যাচ্ছিল না এটা নিয়ে আপনি কিছু বলবেন। আর এই প্রশ্ন শুনে অনুব্রত মণ্ডল বলেন, ‘খুঁজে পায়নি, যারা ছিল তাদের দোষ’। শুধু এখানেই শেষ নয় এর পাশাপাশি আরও একাধিক উত্তর দিতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে।
আগামীকাল অর্থাৎ ভোটের দিন খেলা কেমন হবে? কেন্দ্রীয় বাহিনীর সামনে কিভাবে খেলবেন? এই সকল সমস্ত প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল জানান, “প্রত্যেকবারেই তো কেন্দ্রীয় বাহিনী থাকে। তাতে কি হয়েছে। যেমন খেলা হয় তেমনি খেলা হবে। খেলা মানে কি ঝামেলা নাকি? ভালোভাবে কি খেলা যায় না?” তবে তিনি কিভাবে খেলবেন সেই প্রশ্নের উত্তর কিন্তু দেন নি। এই প্রশ্নের উত্তর না দিলেও রাজনৈতিক মহলের বিশেষজ্ঞদের একাংশের দাবি, উনি তো আজ থেকেই খেলা শুরু করে দিয়েছেন। কারণ যেভাবে নজরবন্দি থাকার পর দিনভর লুকোচুরি খেললেন তা নজিরবিহীন।
কমিশনের আধিকারিকরা তাকে হাতের নাগালে পায়নি, এনিয়ে তিনি নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই উত্তর দেন, “সেটা আমি কেন বলতে যাবো। খুঁজে পায়নি তো যারা ছিল তাদের দোষ। আমার কেন দোষ হবে। আমার তো গাড়ি সেই একইভাবে চলছিল। তারাপীঠে তো আমাকে অনেকক্ষণ হল্ট করতে হলো। তারাপীঠ থেকে পুজো দিয়ে বেরিয়ে গেলে ধরতেই পারতো না। তারপর ডিএমকে জানাইলাম কই আপনার লোক? তখন বলছে যাচ্ছে যাচ্ছে দাঁড়ান। আমি দাঁড়িয়ে ছিলাম বলেই আমার সঙ্গে দেখা হলো। না হলে দেখা হতো না।”
[aaroporuntag]
বীরভূমের আসন সংখ্যা নিয়ে অনুব্রত মণ্ডল দাবি করেন, “১১ টাতে ১১ টাই পাবো। বীরভূমের কিছু সাংবাদিক ভাবছে বিজেপি সরকারের চলে এলো। এখানকার ক্যান্ডিডেটের কোলে বসে খুব চুমু খাচ্ছে।”