নিজস্ব প্রতিবেদন : করোনা এখন বিশ্বের কাছে আতঙ্ক। তবে এই আতঙ্কের মাঝে নতুন করে আশার আলো দেখাতে শুরু করলো ভারত বায়োটেক। যদিও তা এখনও গবেষণার মধ্যে, তবে ভারত বায়োটেকের তরফ থেকে দাবি করা হচ্ছে কোভ্যাকসিনের তৃতীয় ডোজ করোনার বিরুদ্ধে আজীবন ইমিউনিটি তৈরি করতে পারে। অর্থাৎ বাড়তি আরও একটি ডোজ ফলপ্রসূ ফলাফল দিতে পারে বলেই মনে করছে ভারত বায়োটেক।
পরীক্ষামূলক ভাবে গত সোমবার তামিলনাড়ুর এসআরএম মেডিকেল কলেজে সাতজনকে কোভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়া হয়। এই পর্বে মোট ১৯০ জনকে তৃতীয় ডোজ দেওয়া হবে এবং তারপর বিভিন্ন মার্কার দিয়ে চিহ্নিত করা হবে রোগ প্রতিরোধ ক্ষমতা। এই মুহূর্তে বিশ্বে যে সকল করোনা টিকা রয়েছে সেগুলি প্রতিটি দুই ডোজের। কোভ্যাকসিনের ক্ষেত্রে প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ দেওয়া হয় ২৮ দিন পর। অন্যান্য টিকার ক্ষেত্রে আলাদা আলাদা সময় সীমা রয়েছে। তবে এবার পরীক্ষামূলকভাবে কোভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজ নেওয়ার ৬০ দিন পর।
তবে এনিয়ে ভাইরোলজিস্টদের মধ্যে দ্বিমত রয়েছে। অনেকের মতে নিষ্ক্রিয় ভাইরাসে তৈরি ভ্যাকসিনে আজীবন রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলার ক্ষমতা তৈরি করা খুব মুশকিল। তবে বুস্টার ডোজ দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতার স্থায়িত্বকাল বাড়ানো যেতে পারে তা অনস্বীকার্য বলেও মনে করছেন তারা।
Indian vaccine maker Bharat Biotech is conducting clinical trials of a booster dose of indigenously developed #Covaxin vaccines.
At least 7 people have received a third booster shot in Chennai after 6 months of receiving their 2nd vaccine jab. @ghadifrancis tells you more pic.twitter.com/xhV2DogqGi
— WION (@WIONews) April 28, 2021
[aaroporuntag]
ভাইরোলজিস্টরা জানিয়েছেন, মেমরি বি লিম্ফোসাইটের হাফ লাইফের উপর অ্যান্টিবডির স্থায়িত্ব নির্ভর করে। আবার এই হাফ লাইফ নির্ভর করে অ্যান্টিজেনের উদ্দীপ্ত করার ক্ষমতার উপর। গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে ডেনড্রাইটিক কোষের মাধ্যমে। যেটি লিম্ফয়েড টিস্যুর জার্মিনাল সেন্টারের মধ্যে থাকে।