নিজস্ব প্রতিবেদন : অষ্টম দফা ভোটের দিন তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা রাজ্যের বাসিন্দাদের। তবে এরই মাঝে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্বস্তির খবরে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এর পাশাপাশি আগামী দিন কয়েক দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রির কাছাকাছি। বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান এইসকল প্রতিটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রীর কাছাকাছি। কলকাতার তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি। এর পাশাপাশি আদ্রতাজনিত অস্বস্তি নাজেহাল করেছে রাজ্যের বাসিন্দাদের।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বৃহস্পতিবার দুপুর বেলা পূর্বাভাস হিসাবে জানানো হয়েছে, পুরুলিয়া জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে। বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে এমনটাও জানানো হয়েছে।
একই রকমভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই চার জেলার ক্ষেত্রেও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে পুরুলিয়া ছাড়া বাকি জেলার ক্ষেত্রে শিলা বৃষ্টির পূর্বাভাস নেই।
[aaroporuntag]
এর পাশাপাশি এই সকল জেলাগুলির ক্ষেত্রে আগামী দিন পাঁচেক বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হওয়া অফিস। দেখা গিয়েছে চলতি বছর কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির পরিমাণ অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম। যে কারণে পরিস্থিতি দিন দিন নাজেহাল হয়ে উঠছে।