নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার অষ্টম দফা অর্থাৎ শেষ দফার ভোট গ্রহণের সমাপ্তির পর বিভিন্ন সমীক্ষাকারী সংস্থাগুলি তাদের বুথ ফেরত সমীক্ষার ফলাফল ঘোষণা করে। এই সকল বুথ ফেরত সমীক্ষায় কেউ তৃণমূল, কেউ আবার বিজেপিকে এগিয়ে রাখলেও বেশিরভাগ সমীক্ষার ফলাফল শাসকদলের দিকেই রায় দিয়েছে। অন্যদিকে যে সকল সমস্যাগুলি সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে তাদের মধ্যে রাজ্যের অধিকাংশ মানুষের চোখ ‘টুডেজ চাণক্য’র বুথ ফেরত সমীক্ষার দিকে। কারণ বিগত একাধিক পরিসংখ্যাণ লক্ষ্য করলে দেখা যায় এই সংস্থার সমীক্ষা অনেকটাই ফলাফলের ধারে কাছে থাকে।
টুডেজ চাণক্য বিগত কয়েক বছর ধরেই নিউজ ২৪ এর সাথে যৌথভাবে নিজেদের সমীক্ষা প্রকাশ করে চলেছে। প্রথমেই তাদের এই বুথ ফেরত সমীক্ষার বিগত কয়েকটি বছরের দিকে চোখ রাখা যাক।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নিউজ ২৪-টুডেজ চাণক্যের বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছিল তৃণমূল ২১০টি আসন পাবে। বাম কংগ্রেস জোট ৭০টি আসন পেতে পারে বলে তারা জানিয়েছিল। সে সময় তারা বিজেপিকে দিয়েছিল ১৪টি আসন।
ফলাফলের ক্ষেত্রে দেখা গিয়েছিল তৃণমূল পেয়েছিল ২১১টি আসন। বাম-কংগ্রেস জোট পেয়েছিল ৭৭টি আসন এবং বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন। অর্থাৎ তৃণমূল এবং বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে তাদের সমীক্ষা হুবহু মিলে গিয়েছিলো।
গতবছর লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও টুডেজ চাণক্যের বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছিল ৩০০-র বেশি আসন পেয়ে বিজেপি পুনরায় সরকার গঠন করবে। সেক্ষেত্রে তারা এনডিএ ৩৫০ (১৪টি আসন কম বেশি), ইউপিএ ৯৫ (৯টি আসন কম বেশি), অন্যান্য ৯৭ (১১টি আসন কম বেশি) এমনটাই জানিয়েছিল বুথ ফেরত সমীক্ষায়।
All India Lok Sabha Tally 2019
BJP 300 ± 14 Seats
NDA 350 ± 14 Seats
Cong 55 ± 9 Seats
UPA 95 ± 9 Seats
Others 97 ± 11 Seats#News24TodaysChanakya— Today's Chanakya (@TodaysChanakya) May 19, 2019
ফলাফলের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে এনডিএ পায় ৩৫৩টি আসন, ইউপিএ পায় ৯০টি আসন, এমজীবী পায় ১৫টি আসন এবং অন্যান্যরা পায় ৮৪টি আসন। সুতরাং এক্ষেত্রেও তাদের বাজি জিততে দেখা যায়।
এখন একুশের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে এই সমীক্ষাকারী সংস্থা তাদের বুথ ফেরত সমীক্ষা কি বলছে?
নিউজ ২৪-টুডেজ চাণক্যের বুথ ফেরত সমীক্ষায় অনুমান করা হচ্ছে পুনরায় রাজ্যের তৃণমূল সরকার গঠন করবে। তারা যে বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে তাতে জানানো হয়েছে তৃণমূল পেতে পারে ১৮০টি আসন (১১টি কম বেশি), বিজেপি পেতে পারে ১০৮ (১১টি কম বেশি), অন্যান্যরা খাতা নাও খুলতে পারে, তবে অন্যান্যদের ক্ষেত্রে তিনটি আসন কম বেশির কথা বলা হয়েছে।
#TCPoll
West Bengal Election 2021
Seat Projection
Left – Cong+ 4 ± 4 Seats
BJP 108 ± 11 Seats
TMC 180 ± 11 Seats
Others 0 ± 3 Seats— Today's Chanakya (@TodaysChanakya) April 29, 2021
#BREAKING : बंगाल में TMC को बहुमत, 180 सीटों के साथ ममता बनर्जी सरकार बना सकती है
: @TodaysChanakya का अनुमान #WestBengalPolls #ExitPolls #News24_ChanakyaPoll pic.twitter.com/y5ILDxbevZ
— News24 (@news24tvchannel) April 29, 2021
[aaroporuntag]
এখন দেখার বিষয় নিউজ ২৪-টুডেজ চাণক্যের বুথ ফেরত সমীক্ষা বিগত বেশ কয়েকটি নির্বাচনে যেভাবে বুথ ফেরত সমীক্ষা সামনে এনেছে এবং তা ফলাফলের সাথে হুবহু দেখা গিয়েছে সেই অনুযায়ী একুশের নির্বাচনে তারা সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারে কিনা! আর সেই ধারাবাহিকতা বজায় থাকে কিনা তা বোঝা যাবে আগামীর ২রা মে।