কোন হাসপাতালে কত করোনা বেড ফাঁকা, সহজেই জানা যাবে অনলাইনে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে যখন করোনার দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়েছে ঠিক সেই সময় দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। আর এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মানুষের মধ্যে তৈরি হচ্ছে আতঙ্ক, হাহাকার। মানুষ এখন প্রতিনিয়ত চিন্তায় ‘যদি আক্রান্ত হয়’ তাহলে হাসপাতালে বেড পাবো তো!

Advertisements

Advertisements

পাশাপাশি যে সকল ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন তাদেরও বেডের জন্য এদিক-ওদিক ছোটাছুটি করতে হচ্ছে। এমত অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে মুশকিল আসান করার জন্য আনা হলো একটি অনলাইন পোর্টাল। যে অনলাইন পোর্টালের মাধ্যমে গোটা রাজ্যের কোন জেলায় কত করোনা বেড ফাঁকা রয়েছে তা জানা যাবে এক নিমেষে অনলাইনে।

Advertisements

করোনা বেডের সংখ্যা এবং শূন্যতা জানার জন্য যেতে হবে পশ্চিমবঙ্গ সরকারের করোনা সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইট https://excise.wb.gov.in/CHMS/Portal_New_Default.aspx এ। যেখানে একেবারে হোম পেজে ‘E-SERVICES’ নামের একটি বিকল্প দেখতে পাওয়া যাবে। সেখানেই রয়েছে পরপর দুটি অপশন। একটি হলো ‘Check Bed Availability’ এবং দ্বিতীয়টি হলো Safe ‘Home Availability’.

এখন ফাঁকা বেড সংখ্যা জানার জন্য ‘Check Bed Availability’ অপশন বেছে নিতে হবে। সেখানে আপনি যে জেলার হাসপাতালে ভর্তি হতে চান সেই জেলা বেছে নিতে হবে। আর তা বেছে নেওয়ার পর আপনাকে সরকারি এবং সরকারের নিয়ন্ত্রণাধীনে বেসরকারি হাসপাতালের নাম এবং সেই সকল হাসপাতালের মোট বেড সংখ্যা এবং ফাঁকা বেড সংখ্যার পরিসংখ্যান দেখিয়ে দেওয়া হবে। পাশাপাশি আপনি এখানেই পেয়ে যাবেন ওই হাসপাতালের ঠিকানা এবং যোগাযোগ নম্বর।

[aaroporuntag]
একইভাবে সেফহোম প্রয়োজন হলে তার তালিকাও আপনি দেখে নিতে পারবেন। তালিকা দেখে নেওয়ার পাশাপাশি মোট বেড সংখ্যা এবং ফাঁকা বেড সংখ্যার পরিসংখ্যান জেনে নিতে পারবেন। বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকে এই পরিষেবা আনার কারণে বহু মানুষ উপকৃত হবেন বলেই মনে করছেন রাজ্যের আমজনতা।

Advertisements