মে মাসে পশ্চিমবঙ্গে যে দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবার মধ্যে ব্যাঙ্কিং পরিষেবা হলো অন্যতম। যে কারণে ব্যাঙ্কিং পরিষেবা সংক্রান্ত সমস্ত তথ্য সাধারণ মানুষের কাছে থাকলে সচরাচর অসুবিধার সম্মুখীন হতে হয় না। আর এই বর্তমান করোনা পরিস্থিতিতে যদি আগে থেকে জানা থাকে ব্যাঙ্কের শাখা কোন কোন দিন বন্ধ থাকবে তাহলে হয়রানি এবং সংক্রমণ দুয়ের হাত থেকেই অনেকটা সুরক্ষিত থাকা যায়।

Advertisements

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে প্রতি মাসের শুরুতেই জানিয়ে দেওয়া হয় রাজ্যের ভিত্তিতে কোন কোন রাজ্যে কোন কোন দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। সেইমতো মে মাসেও কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা তা জানিয়ে দেওয়া হয়েছে। আর সেই তালিকা থেকেই জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে কোন দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা।

Advertisements

১লা মে : মে দিবস বা শ্রমিক দিবস উপলক্ষে মে মাসের প্রথম দিন রাজ্যের প্রতিটি ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। রাজ্যের পাশাপাশি দেশের প্রতিটি রাজ্যের এই দিন বন্ধ রয়েছে ব্যাঙ্কের শাখা।

৭ মে : ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান জামাত-ইু-বিদার কারণে বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা।

১৩ মে : ইসলাম ধর্মাবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় অনুষ্ঠান ইদ উপলক্ষে এই দিনটিতে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।

১৪ মে : একাধিক ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে এইদিন পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।

২৬ মে : বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১৬ মে পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য একাধিক রাজ্যে এই দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা।

এর পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে ৮ মে দ্বিতীয় শনিবার এবং ২২ মে মাসের চতুর্থ শনিবারের দরুণ বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা।

Advertisements