নিজস্ব প্রতিবেদন : রাজ্যের বিধানসভা নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকেই কয়লা এবং গরু পাচার কেলেঙ্কারি নিয়ে সক্রিয়তা লক্ষ্য করা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। আর এই তদন্ত চলাকালীন সিবিআই রাজ্যের একাধিক তাবড় তাবড় ব্যক্তিদের তলব করেছে যারা হয় শাসক দল তৃণমূলের নেতা অথবা শাসকদল ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তি। আর এবার এই তালিকায় নাম এলো রাজ্যের এক গুরুত্বপূর্ণ আইপিএস অফিসারের।
রাজ্যের গুরুত্বপূর্ণ পুলিশ কর্তা আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংকে কয়লা কেলেঙ্কারিতে তলব করা হলো সিবিআই এর তরফ থেকে। এই মুহূর্তে এই পুলিশকর্তা রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি পদে রয়েছেন। সিবিআই-এর তরফ থেকে তাঁকে নোটিশ পাঠিয়ে আগামী ৪ মে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কয়লা কেলেঙ্কারির একাধিক খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে এমন হাইপ্রোফাইল পুলিশ কর্তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে সিবিআই বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনাকে শাসক দলের একাংশ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।
[aaroporuntag]
কয়লা এবং গরু পাচার কাণ্ডে বর্তমানে রাজ্যের একাধিক শাসক দলের নেতাকে তলব করার পাশাপাশি ইতিমধ্যেই তলব করা হয়েছিল বাঁকুড়ার এসপি সহ একাধিক পুলিশ অফিসারকে। তাদের শুধু তলব করা নয়, এর পাশাপাশি তাদের এক দু দফা জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। তবে মিটে যাওয়ার পর ভোটের ফলাফলের আগে এইভাবে একজন পুলিশ আধিকারিককে তলব বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। যদিও এই তলবের পরিপ্রেক্ষিতে জ্ঞানবন্ত সিং এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেন নি।