নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর স্বাভাবিকভাবেই অন্যান্য জায়গার পাশাপাশি বীরভূমের বিভিন্ন প্রান্তে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ার কথা ছিল তার থেকে অনেকটা বেশি আক্রান্ত লক্ষ্য করা যাচ্ছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বাড়ছে প্রাণহানির সংখ্যা। তবে আমাদের কখনোই হতাশ হলে হবে না। কারণ হতাশ হয়ে পড়লে বিনা লড়াইয়েই হার স্বীকার করতে হবে।
চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা প্রতিনিয়ত আমাদের এমন বার্তা দেওয়ার পাশাপাশি আম জনতার কাছে তাদের একটাই আকুতি স্বাস্থ্যবিধি মেনে চলার। স্বাস্থ্যবিধি মেনে চলা হলে অধিকাংশ ক্ষেত্রে আমরা সংক্রমণের ঝুঁকি থেকে দূরে থাকতে পারি। পাশাপাশি আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তর।
সমস্ত রকম সাহায্যের জন্য তারা কন্ট্রোল রুম, চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য চিকিৎসকদের নম্বর, অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগের নম্বর ইত্যাদি প্রতিনিয়ত চালু রেখেছে। এছাড়াও জেলা প্রশাসনের প্রতিনিয়ত প্রচেষ্টায় জেলায় আক্রান্তের সংখ্যা অনেক বেশি হলেও ধীরে ধীরে বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। তবে শুধু এমনটা ভাবলে হবে না লড়াইটা কেবলমাত্র চিকিৎসকদের, লড়াইটা কেবলমাত্র স্বাস্থ্য দপ্তরের। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সকলকেই লড়াইটা চালিয়ে যেতে হবে।
গুরুত্বপূর্ণ কয়েকটি ফোন নম্বর
[aaroporuntag]
প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং আক্রান্তরা হোম আইসোলেশনে থাকা অবস্থায় যদি কোন রকম সমস্যায় পড়েন, যদি দেখা যায় শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, যদি চিকিৎসকের পরামর্শ দরকার হয় অথবা অ্যাম্বুলেন্স এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় তার কথা মাথায় রেখেই উপরিউক্ত ফোন নম্বরগুলি বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, যেগুলির সাথে অসুবিধায় পড়লে যোগাযোগ করা যেতে পারে।