নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচন শুরু হওয়ার অনেক আগে থেকেই বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে বারবার বলতে শোনা যাচ্ছিল ‘১১ তে ১১ হবে’। অর্থাৎ বীরভূমের যে ১১টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই ১১টি বিধানসভা কেন্দ্রই হিসাবে তৃণমূলের দখলে। অনুব্রত মণ্ডলের এই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে না মিললেও অন্যান্য বছরের তুলনায় সবথেকে ভালো ফলাফল হয়েছে এবারই। কেবলমাত্র একটি বিধানসভা কেন্দ্র বাদে প্রতিটি বিধানসভা কেন্দ্রই তৃণমূলের দখলে আসে। চলুন দেখে নেওয়া যাক এই সকল বিধানসভা কেন্দ্রগুলিতে প্রতিদ্বন্দ্বীতা করার প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা।
দুবরাজপুর : দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা পেয়েছেন ৯৮০৮৩টি ভোট। তৃণমূলের দেবব্রত সাহা পেয়েছেন ৯৪২২০টি ভোট। ফরওয়ার্ড ব্লকের বিজয়ী বাগদী পেয়েছেন ৬০১৪টি ভোট। বহু জন সমাজ পার্টির ভাস্কর দাস পেয়েছেন ১০৯৩টি ভোট। বহু জন মুক্তি পার্টির সঞ্জয় দাস পেয়েছেন ২০৩২টি ভোট এবং নোটার ঝুলিতে গিয়েছে ৩১৫৭টি ভোট।
এই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনুপ সাহা তার নিকটতম প্রতিদ্বন্ধী তৃণমূলের দেবব্রত সাহাকে ৩৮৬৩ ভোটে হারিয়ে জয়লাভ করেছেন।
সিউড়ি : সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জী পেয়েছেন ৯৮৫৫১টি ভোট। তৃণমূলের বিকাশ রায় চৌধুরী পেয়েছেন ১০৫৮৭১টি ভোট। জাতীয় কংগ্রেসের চঞ্চল চ্যাটার্জী পেয়েছেন ৮২৬৭টি ভোট। বহু জন সমাজ পার্টির খুরশিদ আলম পেয়েছেন ১৩১৮টি ভোট। এসইউসিআইয়ের নিতাই অংকুর পেয়েছেন ২০৮৪টি ভোট। নির্দল প্রার্থী ধনঞ্জয় মজুমদার পেয়েছেন ৬৬৪টি ভোট এবং নোটার ঝুলিতে গিয়েছে ১৮৩৫টি ভোট।
এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিকাশ রায় চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্ধী বিজেপির জগন্নাথ চ্যাটার্জিকে ৭৩২০ ভোটে হারিয়ে জয়লাভ করেছেন।
রামপুরহাট : রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভাশিস চৌধুরী পেয়েছেন ৯৪৮০৪টি ভোট। তৃণমূলের ডঃ আশিস ব্যানার্জী পেয়েছেন ১০৩২৭৬টি ভোট। সিপিআইএমের সঞ্জীব বর্মন পেয়েছেন ১১৭০৭টি ভোট। বহু জন সমাজ পার্টির বিপদতারণ ডোম পেয়েছেন ১৫৮৭টি ভোট। এসইউসিআইয়ের ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৯৬০টি ভোট। বহুজন মহা পার্টির ইবানে রাসুল পেয়েছেন ১৬০৮টি ভোট এবং নোটার ঝুলিতে গিয়েছে ৩৩৮১টি ভোট।
এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডঃ আশিস ব্যানার্জী তার নিকটতম প্রতিদ্বন্ধী বিজেপির শুভাশিস চৌধুরীকে ৮৪৭২ ভোটে হারিয়ে জয়লাভ করেছেন।
হাঁসন : হাঁসন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিখিল ব্যানার্জি পেয়েছেন ৫৭৬৭৬টি ভোট। তৃণমূলের ডাঃ অশোক কুমার চট্টোপাধ্যায় পেয়েছেন ১০৮২৮৯টি ভোট। জাতীয় কংগ্রেসের মিল্টন রশিদ পেয়েছেন ৩৯৮১৫টি ভোট। বহু জন সমাজ পার্টির সুখেন দাস পেয়েছেন ১১৭৭টি ভোট। এসইউসিআইয়ের যুথিকা ধীবর পেয়েছেন ১২২৯টি ভোট এবং নোটার ঝুলিতে গিয়েছে ২৪২০টি ভোট।
এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডাঃ অশোক কুমার চট্টোপাধ্যায় বিজেপির নিখিল ব্যানার্জিকে ৫০,৬১৩ ভোটে হারিয়ে জয়লাভ করেছেন। উল্লেখযোগ্যভাবে এই বিধানসভা কেন্দ্রের গতবারের বিধায়ক মিল্টন রশিদ তৃতীয় স্থানে নেমে এসেছেন।
নলহাটি : নলহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস কুমার যাদব পেয়েছেন ৬০৫৩৩টি ভোট। তৃণমূলের রাজেন্দ্র প্রসাদ সিং পেয়েছেন ১১৭৪৩৮টি ভোট। ফরওয়ার্ড ব্লকের দীপক চ্যাটার্জী পেয়েছেন ২১৩২৮টি ভোট। বহু জন সমাজ পার্টির দীনবন্ধু মন্ডল পেয়েছেন ১০৩১টি ভোট। জনতা দল ইউনাইটেডের অমরজিৎ ফুল মালি পেয়েছেন ৯৮৪টি ভোট। জেডিপির মুজিবুর রহমান পেয়েছেন ৬১৭টি ভোট। বহু জন মুক্তি পার্টির মানিক হাঁসদা পেয়েছেন ১৫৮৬টি ভোট। নির্দল প্রার্থী আব্দুস সালাম পেয়েছেন ৪৪৭টি ভোট। নির্দল প্রার্থী মইনুদ্দিন শামস পেয়েছেন ১৮৩২টি ভোট এবং নোটার ঝুলিতে গিয়েছে ১৯০০টি ভোট।
এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাজেন্দ্র প্রসাদ সিং বিজেপির তাপস কুমার যাদবকে ৫৬,৯০৫ ভোটে হারিয়ে জয়লাভ করেছেন। উল্লেখ্য, এই কেন্দ্রে গতবারের তৃণমূল বিধায়ক মইনুদ্দিন শামস নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি তার ভোটের সংখ্যায় দু’হাজারের গণ্ডি পার করতে পারেননি।
মুরারই : মুরারই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ রায় পেয়েছেন ৪৮২৫০টি ভোট। তৃণমূলের ডাঃ মোশারফ হোসেন পেয়েছেন ১৪৬৪৯৬টি ভোট। জাতীয় কংগ্রেসের আসিফ ইকবাল পেয়েছেন ১৭২৮৭টি ভোট। বহু জন সমাজ পার্টির তারক লেট পেয়েছেন ১৬৪০টি ভোট। এসইউসিআইয়ের আনসারুল সেখ পেয়েছেন ১৮৫৭টি ভোট। নির্দল প্রার্থী শামসুল মিয়া পেয়েছেন ৮৭৮টি ভোট এবং নোটার ঝুলিতে গিয়েছে ১৫০৯টি ভোট।
এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডাঃ মোশারফ হোসেন বিজেপির দেবাশীষ রায়কে ৯৮,২৪৬ ভোটে হারিয়ে জয়লাভ করেছেন।
সাঁইথিয়া : সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা পেয়েছেন ৯৫৩২৯টি ভোট। তৃণমূলের নিলাবতী সাহা পেয়েছেন ১১০৫৭২টি ভোট। সিপিআইএমের মৌসুমী কোনাই পেয়েছেন ১০৩৬৯টি ভোট। বহু জন সমাজ পার্টির তারাপদ বাদ্যকর পেয়েছেন ২০৯৮টি ভোট। এসইউসিআইয়ের নবকুমার দাস পেয়েছেন ১৭৫৬টি ভোট এবং নোটার ঝুলিতে গিয়েছে ১৭৪২টি ভোট।
এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নিলাবতী সাহা তার নিকটতম প্রতিদ্বন্ধী বিজেপির পিয়া সাহাকে ১৫,২৪৩ ভোটে হারিয়ে জয়লাভ করেছেন।
ময়ূরেশ্বর : ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্যামাপদ মন্ডল পেয়েছেন ৮৮৩৫০টি ভোট। তৃণমূলের অভিজিৎ রায় পেয়েছেন ১০০৪২৫টি ভোট। আইএসএফ-এর কাশীনাথ পাল পেয়েছেন ৫৫৬২টি ভোট। বহু জন সমাজ পার্টির গোপাল সরকার পেয়েছেন ২২৮৫টি ভোট এবং নোটার ঝুলিতে গিয়েছে ২৮০৩টি ভোট।
এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিজিৎ রায় বিজেপির শ্যামাপদ মন্ডলকে ১২০৭৫ ভোটে হারিয়ে জয়লাভ করেছেন।
বোলপুর : বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী পেয়েছেন ৯৪১৬৩টি ভোট। তৃণমূলের চন্দ্রনাথ সিনহা পেয়েছেন ১১৬৪৪৩টি ভোট। আরএসপি’র প্রার্থী তপন হোড় পেয়েছেন ৯৯৬৫টি ভোট। বহু জন সমাজ পার্টির জিতেন রায় পেয়েছেন ১২৩৯টি ভোট। এসইউসিআইয়ের সমরজিৎ বর্মন পেয়েছেন ৬৭৮টি ভোট। রাষ্ট্রবাদী জনতা দলের মিহির কুমার ব্যানার্জি পেয়েছেন ১১৬৯টি ভোট। বহু জন মুক্তি পার্টির সোনা মুর্মু পেয়েছেন ৭০২ ভোট। নির্দল প্রার্থী সিদ্ধার্ত ব্যানার্জী পেয়েছেন ১৯৩৮ ভোট। নির্দল প্রার্থী শেখ সিরাজুল হক পেয়েছেন ৬২৬টি ভোট এবং নোটার ঝুলিতে গিয়েছে ১৮৩৫টি ভোট।
এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা বিজেপির অনির্বাণ গাঙ্গুলীকে ২২২৮০ ভোটে হারিয়ে জয়লাভ করেছেন।
নানুর : নানুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা পেয়েছেন ১০৫৪৪৬টি ভোট। তৃণমূলের বিধান চন্দ্র মাঝি পেয়েছেন ১১২১১৬টি ভোট। সিপিআইএমের শ্যামলী প্রধান পেয়েছেন ১২৮৭৮টি ভোট। বহু জন সমাজ পার্টির চন্ডীপদ দাস পেয়েছেন ২৭৩৯টি ভোট এবং নোটার ঝুলিতে গিয়েছে ২১৪৯টি ভোট।
এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিধান চন্দ্র মাঝি তার নিকটতম প্রতিদ্বন্ধী বিজেপির তারকেশ্বর সাহাকে ৬৬৭০ ভোটে হারিয়ে জয়লাভ করেছেন। উল্লেখ্য এই বিধানসভা কেন্দ্রে গতবছর জয়লাভ করেছিল সিপিআইএম। তারা এবার তৃতীয় স্থানে নেমে এসেছে।
লাভপুর : লাভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মন্ডল পেয়েছেন ৯০৪৪৮টি ভোট। তৃণমূলের অভিজিৎ সিংহ পেয়েছেন ১০৮৪২৩টি ভোট। সিপিআইএমের সৈয়দ মাহফুজুল করিম পেয়েছেন ৬৪৭৯টি ভোট। বহু জন সমাজ পার্টির সুনিল মূর্মু পেয়েছেন ৯২২টি ভোট। নির্দল প্রার্থী মনিরুল ইসলাম পেয়েছেন ১৯৯২টি ভোট। নির্দল প্রার্থী বাহাদুর ঘোষ পেয়েছেন ৪১১টি ভোট। নির্দল প্রার্থী তাপস মন্ডল পেয়েছেন ২৯৫টি ভোট এবং নোটার ঝুলিতে গিয়েছে ৩০৫৮টি ভোট।
[aaroporuntag]
এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ বিজেপির বিশ্বজিৎ রায়কে ১৭,৯৭৫ ভোটে হারিয়ে জয়লাভ করেছেন। উল্লেখ্য এই বিধানসভা কেন্দ্রে এলাকার আগের বিধায়ক মনিরুল ইসলাম নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু তার প্রাপ্ত ভোটের সংখ্যা দু’হাজার পার হয়নি।