বীরভূমে ফের করোনা আক্রান্তের সংখ্যাকে হার মানালো সুস্থ হয়ে ওঠার সংখ্যা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউ বীরভূমে ভয়ঙ্করভাবে আছড়ে পড়েছে তা নিয়ে কোনো দ্বিধা নেই। তবে ধীরে ধীরে জেলা এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরিয়ে আসছে। আশা জাগছে জেলার বাসিন্দাদের মধ্যে। অন্ততপক্ষে বীরভূম জেলা প্রশাসনের প্রতিদিনের করোনা সংক্রান্ত পরিসংখ্যান থেকে এমনটাই টের পাওয়া যাচ্ছে। সোমবারও বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে করোনা সংক্রান্ত যে তথ্য পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যাকে হার মানিয়েছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা।

Advertisements

বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে সোমবার করোনা সংক্রান্ত যে তথ্য পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে বীরভূম স্বাস্থ্য জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪৪ জন এবং রামপুরহাট স্বাস্থ্য জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। অর্থাৎ জেলায় গত ২৪ ঘন্টায় মোট আক্রান্ত ১৯৩ জন। তবে এই সময়েই বীরভূমে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ২৩০ জন। অর্থাৎ আক্রান্তের সংখ্যা তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেকটা বেশি।

Advertisements

জেলায় বর্তমানে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ১৪৮৬৩। যাদের মধ্যে বীরভূম স্বাস্থ্য জেলায় রয়েছেন ৮৯২৪ এবং রামপুরহাট স্বাস্থ্য জেলায় রয়েছেন ৫৯৪৩ জন। এই পরিস্থিতিতে এত সংখ্যক মানুষের করোনা জয় করা অন্যান্যদের মনোবল বাড়াতে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Advertisements

[aaroporuntag]
তবে তা সত্ত্বেও বিশেষজ্ঞরা বারংবার সতর্কভাবে পা ফেলার আবেদন করছেন। কারণ জেলায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা ধীরে ধীরে বাড়লেও প্রাণহানির সংখ্যা কম হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। ফের গত ২৪ ঘন্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন ৪ জন। বর্তমানে জেলায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ২২৩। পাশাপাশি জেলায় এখনো পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে ৮২৭৭ জন।

Advertisements