নিজস্ব প্রতিবেদন : সমস্ত রকম পূর্বাভাসকে সবুজ ঝড়ে দূর্মুস করে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ ৫ মে তিনি শপথ গ্রহণ করবেন। রাজভবনে সকাল পৌনে এগারোটার সময় শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে জাঁকজমকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন না করা হলেও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্র মারফত জানা যাচ্ছে, এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও তিনি শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারবেন না বলে জানা যাচ্ছে।
তালিকায় রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তিনিও উপস্থিত থাকতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
[aaroporuntag]
এর পাশাপাশি যাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তারা হলেন বিমান বসু, দিলীপ ঘোষ, অধীর চৌধুরী, মনোজ টিজ্ঞা, বিমান ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, পার্থ চট্টোপাধ্যায়, প্রশান্ত কিশোর, সুব্রত মুখার্জি। এছাড়াও দেব এবং শতাব্দী রায়কেও আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানা যাচ্ছে।