ভোটে জিতেছেন শুনেই বিয়ে ছেড়ে সোজা কনের দৌড় গণনা কেন্দ্রে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হয়তো জয়টা অপ্রত্যাশিতই ছিল। যে কারণে ভোট গণনার দিন গণনা কেন্দ্র ছেড়ে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মাথা থেকে ভোটের খুঁটিনাটি দূরে সরিয়ে বিয়ের মন্ডপে বসেছিলেন। কিন্তু সেই অবস্থায় হঠাৎ খবর আসে ওই কনে ভোটে জিতেছেন। আর এমনটা শুনেই সবকিছু ছেড়ে সোজা দৌড় গণনা কেন্দ্রে সার্টিফিকেট আনতে।

Advertisements

ঘটনাটা ঠিক যেন ‘টুম্পা সোনা’ গানের ‘বউ পালাল জানলা দিয়ে’ এর মতই। তবে এক্ষেত্রে কোনো রকম বিয়েতে অনিচ্ছা অথবা প্রেমঘটিত কারণে নয় বরং নিজের জয়ের সার্টিফিকেট আনার জন্যই। এমন অবাক করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরের মহম্মদপুর জাদিদ গ্রামে।

Advertisements

যেখানে ভোট গণনার দিন বিয়ের পিঁড়িতে বসেছিলেন পুণম শর্মা। আর ঠিক তিনি যখন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঠিক সেইসময় শোনেন ক্ষেত্র পঞ্চায়েত ভোটে তিনি জয়লাভ করেছেন। আর এই সুখবর শুনে তিনি সব ভুলে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন এবং সার্টিফিকেট আনতে ছুটে যান গণনা কেন্দ্রে।

Advertisements

জানা গিয়েছে ওই নির্বাচনে পুনাম শর্মা ৬০১ ভোটে জয়লাভ করেন। যদিও এর আগে পর্যন্ত তিনি হয়তো কোনরকম আশায় করেন নি নিজের জয় নিয়ে। যে কারণে মেহেন্দি পড়ে সাজগোজ করে বসে পড়েছিলেন জীবনের নতুন অধ্যায় শুরু করতে। তবে চিত্রনাট্যের মতই নতুন অধ্যায়ের আগে উপহারস্বরূপ অপ্রত্যাশিত জয়।

[aaroporuntag]
তিনি যখন গণনা কেন্দ্রে যান তখন তার সাজ পোশাক দেখে গণনা কেন্দ্রে থাকা আধিকারিকরা হকচকিয়ে যায়। এমনকি সার্টিফিকেট আনার জন্য গণনা কেন্দ্রে যাওয়ার সময় পুনম কোনরকম পরিচয়পত্র নিয়ে যাননি। তবে গণনা কেন্দ্রে থাকা আধিকারিকরা তার থেকে একাধিক নথি জেনে তার হাতে তুলে দেন জয়ের সার্টিফিকেট।

Advertisements