নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই চাপ বাড়ছে হাসপাতাল ও স্বাস্থ্য কর্মীদের। তবে এইসব চাপকে সামলে নিয়ে বেশকিছু মানুষ নিজের কর্তব্যে অবিচল। তাতেই পরিজন হারানো হোক অথবা পরিজনরা হাসপাতালে ভর্তি হোক না কেন। ঠিক এমনই এক চিকিৎসকের সন্ধান পাওয়া গেল তিনি সদ্য করোনায় হারিয়েছেন নিজের বাবাকে এবং মা ও ভাই হাসপাতালে চিকিৎসাধীন। আর এই সঙ্কটকালীন অবস্থাতেও তিনি নিজের কর্তব্যে অবিচল।
এমন এই মহান চিকিৎসক হলেন পুণের সঞ্জীবন হাসপাতালের ডিরেক্টর মুকুন্দ। যিনি পরিবারের সদস্য হারিয়ে অথবা পরিবারের সদস্যদের হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেও পরিষেবা প্রদানেও কোনরকম খামতি রাখছেন না। পরিস্থিতির দায়ে পড়ে চাপ বাড়লেও সেই চাপকে সামলে নিয়ে মানুষকে পরিষেবা বাড়িতে থাকা এই চিকিৎসক জানিয়েছেন, “পরিস্থিতি খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আমরা হাতে হাত রেখে বসে থাকলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। বসে বসে মানুষের মৃত্যু দেখতে পারি না।”
Pune: A doctor continues to work even as his father succumbed to COVID & his mother & brother are admitted to hospital
"The situation is very difficult. We can't rest & see the agony of patients," says Dr Mukund, Director, Sanjeevan Hospital pic.twitter.com/iN7NXI7yJg
— ANI (@ANI) May 3, 2021
[aaroporuntag]
সম্প্রতি ওই চিকিৎসকের এমন অবিচল কর্তব্যের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে পড়ে এবং নেটিজেনদের প্রশংসা কাড়ে। নেটিজেনদের মন্তব্য, এখনো পর্যন্ত এমন প্রথম সারির যোদ্ধা আছেন বলেই পরিস্থিতি ভয়ঙ্কর হলেও সাধারণ মানুষ লড়াইটা চালিয়ে যেতে পারছেন।