নিজস্ব প্রতিবেদন : দেশে প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এই পরিস্থিতির পাশাপাশি প্রতিনিয়ত চাপ বাড়ছে প্যাথলজি ল্যাবরেটরিগুলির উপর। আর এই পরিস্থিতিতে যাতে পরীক্ষা সংক্রান্ত পদ্ধতি বেসামাল হয়ে না পরে তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে করোনা পরীক্ষা সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করা হলো।
নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, দেশে প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর এই পরিস্থিতিতে RT-PCR পরীক্ষা কেন্দ্রগুলির উপর বিপুল চাপ পড়ছে। আর এই চাপ কমানোর জন্যই আগামী দিনে মেনে চলতে হবে বেশ কতকগুলি দিক।
১) আন্তঃরাজ্য যাতায়াতের ক্ষেত্রে কোন যাত্রী যদি আপাতদৃষ্টিতে সুস্থ থাকেন এবং তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে তাহলে তার RT-PCR পরীক্ষা করানোর কোন দরকার নেই।
২) যে সকল যাত্রীরা করণা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এবং সদ্য করোনা জয় করে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন তাদের RT-PCR পরীক্ষা করানোর দরকার নেই।
৩) এর পাশাপাশি যাদের প্রথমবার র্যাপিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে তাদের RT-PCR টেস্ট করার দরকার নেই।
Indian Council of Medical Research (ICMR) issues advisory for COVID19 testing during the second wave of the pandemic; RTPCR test must not be repeated in any individual who has tested positive once either by RAT or RTPCR. pic.twitter.com/Tjkez7lmaL
— ANI (@ANI) May 4, 2021
[aaroporuntag]
কিন্তু কেন কেন্দ্রের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো? বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা এতটাই বেড়ে গেছে যে RT-PCR পরীক্ষা করা হলে তার ফলাফল আসতে তিন থেকে চার দিন সময় লেগে যাচ্ছে। যে কারণে সত্যি করেই যে সকল রোগীরা করোনা আক্রান্ত হয়ে পড়েছেন তাদের পরীক্ষার ফলাফল পেতে অনেকটা সময় লাগছে এবং চিকিৎসার জন্য সমস্যায় পরতে হচ্ছে।