নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার আগেই টের পাওয়া যাচ্ছিল কড়া টক্কর হবে তৃণমূল এবং বিজেপির মধ্যে। যদিও ফলাফল প্রকাশের পর আসন সংখ্যার নিরিখে সেই টক্কর নজরে পড়েনি। তবে একাধিক আসনে জয়ের ব্যবধানে কড়া টক্কর লক্ষ্য করা গেল দুই দলের। যেসকল আসনের ক্ষেত্রে ভাগ্য নির্ধারণ হয়েছে নামমাত্র ভোটে।
১০০০-এর কম ভোটে যাদের ভাগ্য নির্ধারণ হলো
১) দিনহাটা : কোচবিহারের এই বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক। কিন্তু তার জয়ের ব্যবধান মাত্র ৫৭ ভোট। বিজেপি পেয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৩৫ টি ভোট। তৃণমূল পেয়েছে ১ লক্ষ ১৫ হাজার ৯৭৮ টি ভোট।
২) বলরামপুর : পুরুলিয়া জেলার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বানেশ্বর মাহাতো জয়লাভ করেছেন মাত্র ৪২৩ ভোটে। বিজেপির বানেশ্বর মাহাতো পেয়েছেন ৮৯ হাজার ৫২১ ভোট এবং তৃণমূলের শান্তিরাম মাহাতো পেয়েছেন ৮৯ হাজার ৯৮ ভোট।
৩) কুলটি : পশ্চিম বর্ধমানের এই আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন মাত্র ৬৭৯ টি ভোটের ব্যবধানে। বিজেপির অজয় কুমার পোদ্দার পেয়েছেন ৮১ হাজার ১১২ ভোট এবং তৃণমূলের উজ্জ্বল চট্টোপাধ্যায় পেয়েছেন ৮০,৪৩৩টি ভোট।
৪) ঘাটাল : পশ্চিম মেদিনীপুরের এই বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছে মাত্র ৯৬৬ ভোটের ব্যবধানে। বিজেপির শীতল কপাট পেয়েছেন ১ লক্ষ ৫ হাজার ৮১২ ভোট এবং তৃণমূলের শঙ্কর দোলই পেয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৮৪৬ ভোট।
৫) দাঁতন : পশ্চিম মেদিনীপুরের এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল জয়লাভ করেছে মাত্র ৭৭৫ ভোটের ব্যবধানে। তৃণমূল প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান পেয়েছেন ৯৪ হাজার ৬০৯ ভোট এবং বিজেপির শক্তিপদ নায়েক পেয়েছেন ৯৩ হাজার ৮৩৪ ভোট।
৬) জলপাইগুড়ি : এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল জয়লাভ করেছে মাত্র ৯৪১ ভোটের ব্যবধানে। তৃণমূলের প্রদীপ কুমার বর্মা পেয়েছেন ৯৫ হাজার ৬৬৮ ভোট এবং বিজেপির সৌজিত সিংহ পেয়েছেন ৯৪ হাজার ৭২৭ ভোট।
[aaroporuntag]
৭) তমলুক : পূর্ব মেদিনীপুরের তমলুকের তৃণমূল জয়লাভ করেছে মাত্র ৭৯৩ ভোটের ব্যবধানে। তৃণমূলের সৌমেন মহাপাত্র পেয়েছেন ১ লক্ষ ৮ হাজার ২৪৩ ভোট এবং বিজেপির কৃষান বেরা পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৪৫০ ভোট।