নিজস্ব প্রতিবেদন : বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে বৃহস্পতিবার করোনা সংক্রান্ত যে তথ্য দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে জেলায় একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৪ জন। যাদের মধ্যে রামপুরহাট স্বাস্থ্য জেলায় রয়েছেন ২৬৯ জন এবং বীরভূম জেলায় রয়েছেন ৪৭৫ জন। বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫২৬১ জন।
অন্যদিকে বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬৯ জন। জেলায় এযাবৎ মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১৭১৩৯। যাদের মধ্যে রামপুরহাট স্বাস্থ্য জেলায় রয়েছেন ৬৬১১ জন এবং বীরভূম জেলায় রয়েছেন ১০৫২৮ জন। জেলায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বাড়লেও প্রায় প্রতিদিনই সুস্থ হয়ে ওঠার সংখ্যা আক্রান্তের সংখ্যা তুলনায় বেশি রয়েছে।
[aaroporuntag]
অন্যদিকে গত ২৪ ঘন্টায় করনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন। মৃতের সংখ্যার নিরিখে দিনের রিপোর্ট কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। কারণ অন্যান্য দিন মৃতের সংখ্যা অনেকটাই বেশি লক্ষ্য করা গিয়েছে। জেলায় বর্তমানে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৮। যাদের মধ্যে রামপুরহাট স্বাস্থ্য জেলায় রয়েছেন ১৪১ জন এবং বীরভূম স্বাস্থ্য জেলায় রয়েছেন ৯৭ জন। বর্তমানে জেলায় মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭৮০২।