ভারতের আরোগ্য কামনায় ‘ওম নমঃ শিবায়’ ধ্বনিতে মুখরিত ইজরায়েল

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কঠিন সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছে ভারত। এই কঠিন সময় মূলত করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়, প্রাণহানি হচ্ছে হাজার হাজার মানুষের। আর এই কঠিন সময়ে বিশ্বের প্রায় প্রতিটি দেশই হাত বাড়িয়ে দিয়েছে নিজেদের সাধ্যমত। সম্প্রতি ভারতের পাশে দাঁড়ানোর পাশাপাশি ইজরায়েলের আমজনতা ভারতের আরোগ্য কামনায় প্রার্থনাও শুরু করেছেন।

Advertisements

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যে ভিডিওটি যে কারোর মন ছুঁয়ে যাবে। যেখানে দেখা যাচ্ছে শতাধিক ইজরায়েল বাসিন্দা সমবেত কণ্ঠে ভারতের আরোগ্য কামনায় ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র যপ করছেন। ভারতের জন্য প্রার্থনা করতে তারা মহাদেবের গানকেই বেছে নিয়েছেন। আর এই ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র যপ করার সময় কারোর হাতে গিটার, কেউ আবার অন্য বাদ্যযন্ত্র নিয়ে সাথ দিচ্ছেন। ভারতীয় দূতাবাসের আধিকারিক পবন কুমার পাল তার ইনস্টাগ্রামে প্রথম এই ভিডিওটি শেয়ার করেন এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

Advertisements

দেবাদিদেব মহাদেবের আরাধনায় হাজার বছরের বেশি সময় ধরে এই ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র উচ্চারিত হয়ে আসছে। পাশাপাশি এই মন্ত্রকেই ভারতীয় সংস্কৃতির সবচেয়ে প্রাচীন মন্ত্র হিসেবে ধরা হয়ে থাকে। অন্যদিকে মহাদেবের ভক্ত যে বিশ্বের প্রতিটি কোনায় ছড়িয়ে রয়েছে তারও প্রমাণ দেয় এই ভিডিও। এই বিশেষ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে কেবলমাত্র মহাদেবকে শ্রদ্ধা ও প্রণাম করাই নয়, পাশাপাশি এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তৈরি হয় একটি শব্দ তরঙ্গ, যা অন্তরাত্মাকে শুদ্ধ করে।

Advertisements

[aaroporuntag]
বিশ্বে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ইজরায়েলেও তা ছড়িয়ে পড়েছিল। তবে সেখানে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার পর বর্তমানে তারা আজ স্বাধীনভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে সক্ষম হচ্ছে। এই দেশ আজ প্রায় করোনা মুক্ত হয়ে পড়েছে। আর এই জয়ের পিছনে তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি রয়েছে টিকাকরণ এবং মানুষের সচেতনতা।

Advertisements