নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ইতিমধ্যেই নাজেহাল অবস্থা ভারতের। আর এরই মাঝে তৃতীয় ঢেউ নিয়ে চলছে আলোচনা। বিশেষজ্ঞরা মনে করছেন তৃতীয় ঢেউ আরও বেশি ভয়ঙ্কর হতে পারে। কেন্দ্রের শীর্ষ বিজ্ঞান উপদেষ্টা কে বিজয় রাঘবন দু’দিন আগেই জানিয়েছিলেন দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়া অবশ্যম্ভাবী। তবে এরই মাঝে শুক্রবার তারই মুখ থেকে শোনা গেল আশ্বাসবাণী।
শুক্রবার তিনি জানিয়েছেন, “করোনার তৃতীয় ঢেউ নাও আসতে পারে। যদি সঠিক নিয়ম মেনে চলা হয় তাহলে। ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানিয়েছেন, দেশের সর্বত্র করোনার তৃতীয় ঢেউ নাও আসতে পারে। দেশে করোনা অতিমারির প্রভাব কোথাও খুব বেশি, কোথাও আবার খুব কম। যে কারণে করোনার তৃতীয় ঢেউ সব জায়গায় আছড়ে পড়বে না। কাজেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে সেই সকল জায়গাতেই যেখানে বেনিয়ম হচ্ছে।”
কেন্দ্রের শীর্ষ বিজ্ঞান উপদেষ্টা কে বিজয় রাঘবন আরও জানিয়েছেন, “করোনার তৃতীয় ঢেউ নিয়ে আলোচনা করার থেকেও এখন বেশি প্রয়োজন করোনা অধ্যুষিত অঞ্চল এবং সংক্রমণের তীব্রতা নিয়ে। আগে থেকে যথোপযুক্ত ব্যবস্থা নিলে সেই সকল জায়গা তো অবশ্যই পাশাপাশি গোটা দেশেই রুখে দেওয়া যেতে পারে করোনার তৃতীয় ঢেউ। এর জন্য সবার আগে আঞ্চলিক স্তর নিয়ে আলোচনা করতে হবে। সম্পূর্ণ লকডাউন, কার্ফু সহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
‘#Covid19 third wave may not happen if we take strong measures’: Dr K Vijay Raghavan, Principal Scientific Advisor
He said the "insidious asymptomatic transmission" can be stopped if the guidance about precautions, surveillance, containment, treatment & testing is followed. pic.twitter.com/RQzAYfKfrb
— Hindustan Times (@htTweets) May 7, 2021
[aaroporuntag]
প্রসঙ্গত, কেন্দ্রের শীর্ষ বিজ্ঞান উপদেষ্টা কে বিজয় রাঘবন দু’দিন আগেই জানিয়েছিলেন, “করোনার নতুন স্ট্রেনের সাথে সাথে টিকারও বদল ঘটানো প্রয়োজন। এখন যে টিকা রয়েছে তা করোনার দ্বিতীয় ঢেউ আটকানোর জন্য উপযোগী। পরে ধীরে ধীরে তৃতীয় ঢেউ প্রবেশ করবে। তৃতীয় ঢেউ আসবেই। রোখা যাবে না, আর তা আরও বেশি সংক্রামক হবে। যে কারণে আরও উন্নতমানের টিকা বানাতে হবে।”