নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল হয়ে পড়েছে গোটা দেশ। অধিকাংশ জায়গায় রোগী মৃত্যুর কারণ হিসাবে অভিযোগ উঠে আসছে অক্সিজেনের অভাব। আর এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তবে এমত অবস্থায় শনিবার দুপুর বেলা স্বস্তির খবর মিললো। করোনা মোকাবিলায় DRDO-র তৈরি ওষুধকে আপাতকালীন ব্যবহারের ক্ষেত্রে অনুমোদন দিলো কেন্দ্র।
DRDO-র তৈরি ওষুধ কি এবং এটি কিভাবে কাজ করবে?
শনিবার দুপুরে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া তরফ থেকে যে ওষুধটি আপাতকালীন ব্যবহারের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে তার নাম হলো 2DG। এই ওষুধের পুরো নাম হল ২ ডিঅক্সি ডি গ্লুকোজ। ওষুধটি DRDO গবেষণাগারে তৈরি করা হয়েছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালিড সায়েন্স এবং হায়দরাবাদের ডক্টর রেড্ডির ল্যাবের সহায়তায়।
DRDO সূত্রে জানা যাচ্ছে, এই ওষুধের ২০২০ সালের জুলাই মাস থেকে ট্রায়াল শুরু হয়। মোট তিনটি ধাপের চারটি পর্যায়ে এই ওষুধের ট্রায়াল করা হয়েছে। ২০২১ সালের মার্চ মাসে এই ওষুধ ২০০ জনের বেশি করোনা রোগীর উপর প্রয়োগ করা হয়েছে। আর সেই সকল সাফল্যের নিরিখে এই ওষুধকে জরুরী ভিত্তিতে আপাতকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হল কেন্দ্রের তরফ থেকে।
An anti-COVID-19 therapeutic application of the drug 2-deoxy-D-glucose (2-DG) has been developed by INMAS, a lab of DRDO, in collaboration with Dr Reddy’s Laboratories, Hyderabad. The drug will help in faster recovery of Covid-19 patients. https://t.co/HBKdAnZCCP pic.twitter.com/8D6TDdcoI7
— DRDO (@DRDO_India) May 8, 2021
[aaroporuntag]
এই ওষুধের কাজ হলো করোনা রোগীর শরীরে অক্সিজেনের নির্ভরতা কমাতে সক্ষম। করোনা রোগীর উপর প্রয়োগ করে দেখা গিয়েছে দ্রুত ওই রোগী করোনা নেগেটিভ হচ্ছে বলে দাবি করেছে ডিআরডিও। এই ওষুধের মূল উপকরণ হলো গ্লুকোজের অণু। অর্থাৎ এই ওষুধ প্রয়োগের ফলে সঙ্কটজনক করোনা রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা ঠিকমতো বজায় রাখতে সাহায্য করবে বলে দাবি সংস্থার।