দেশের ৯ রাজ্যের সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে, জানালো কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মাসখানেক ধরে দেশের করোনা আক্রান্তের সংখ্যা যে গতিতে বাড়ছে তা কপালে ভাঁজ ফেলছে ভারতীয়দের মধ্যে। আর এই পরিসংখ্যান থেকেই জানা যাচ্ছে দেশের কয়েকটি রাজ্যে দৈনিক সংক্রমণের পরিসংখ্যান চূড়ায় পৌঁছে গেছে। এই তালিকায় রয়েছে ৯টি রাজ্য। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব আরতি আহুজা শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন।

Advertisements

সংক্রমণের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে সংক্রমণের বৃদ্ধি বন্ধ হয়। দৈনিক সংক্রমণ বাড়তে বাড়তে এই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। আর এই চূড়ান্ত পর্যায়ের সংক্রমণ কয়েকদিন বা কয়েক সপ্তাহ থাকার পর ধীরে ধীরে তা কমতে থাকে। স্বাস্থ্য বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ‘প্লেটো হচ্ছে’। আর এটি কিছুটা হলেও স্বস্তির বিষয়।

Advertisements

এদিন সাংবাদিক বৈঠক করে আরতি আহুজা দেশের যে ৯ টি রাজ্যের কথা বলেছেন সেই ৯ টি রাজ্য হল মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, ছত্তিশগড়, গুজরাত, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা এবং ঝাড়খণ্ড। এইসকল রাজ্যগুলিতে দিন কয়েক ধরেই সংক্রমণের ক্ষেত্রে একটি স্থিতাবস্থা লক্ষ্য করা যাচ্ছে। তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে এখনও বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। কারণ এই রাজ্যে সংক্রমণের সংখ্যা অর্থাৎ পরিসংখ্যানে দেখা যাচ্ছে কোনদিন কম তো আবার কোনদিন বেশি।

Advertisements

[aaroporuntag]
তবে এর পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে আরও বেশকিছু রাজ্য যেমন কর্নাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহার, হরিয়ানা, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, অসম, হিমাচল প্রদেশ, পুদুচেরি, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি তালিকায় পশ্চিমবঙ্গকে নিয়েও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়াই চিন্তা বাড়াচ্ছে আমজনতার।

Advertisements