নিজস্ব প্রতিবেদন : বর্তমান করোনা পরিস্থিতিতে দেশজুড়ে চলছে সংকট। তবে এই সংকটের মাঝেই শনিবার বীরভূমে স্বস্তির খবর মিললো। বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে এদিন করোনা সংক্রান্ত যে রিপোর্ট পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে উল্লেখযোগ্যভাবে জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮০২ জন।
শনিবার বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে যে করোনা সংক্রান্ত নথি করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭২০ জন। যাদের মধ্যে বীরভূম স্বাস্থ্য জেলা থেকে রয়েছেন ৫১০ জন এবং রামপুরহাট স্বাস্থ্য জেলা থেকে রয়েছেন ২১০ জন। জেলায় বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬৮০৩।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় জেলায় করোনা মুক্ত হয়েছেন ৮০২ জন। অর্থাৎ শনিবারের দৈনিক হিসাব অনুযায়ী আক্রান্তের সংখ্যাকে টপকে গেল সুস্থ হয়ে ওঠার সংখ্যা। জেলায় এখনো পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ২১৭ জন। যাদের মধ্যে ১১ হাজার ৯৮ জন রয়েছেন বীরভূম জেলায় এবং ৭ হাজার ১১৯ জন রয়েছেন রামপুরহাট স্বাস্থ্য জেলায়।
জেলায় আক্রান্তের সংখ্যা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা যেমন স্বস্তির খবর নিয়ে এসেছে ঠিক তেমনি শনিবারের নথিতে স্বস্তি বেড়েছে প্রাণহানির সংখ্যা কমে যাওয়ায়। গত ২৪ ঘন্টায় জেলায় প্রাণ হারিয়েছেন মাত্র ২ জন। যেখানে অন্যান্য দিন এই সংখ্যাটা থাকে ৪ থেকে ১০ এর মধ্যে বা তারও বেশি। পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় যে দুজন প্রাণ হারিয়েছেন তারা প্রত্যেকেই রামপুরহাট স্বাস্থ্য জেলার বাসিন্দা।
[aaroporuntag]
শনিবার জেলায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশ কিছুটা বাড়ার কারণে সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা হলেও কমলো। বর্তমানে বীরভূমে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৮২৬০। যাদের মধ্যে বীরভূম স্বাস্থ্য জেলায় রয়েছেন ৫ হাজার ৯৯৩ জন এবং রামপুরহাট স্বাস্থ্য জেলায় রয়েছেন ২ হাজার ২৬৭ জন।