৫ বছর আগেই ছক কষেছিল চিন, করোনার বিস্ফোরক নথি প্রকাশ ভাইরোলজিস্টের

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা করোনাভাইরাসের পিছনে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে চিনের হাত রয়েছে এমন অভিযোগ বারংবার উঠতে দেখা গিয়েছে। যদিও এই সকল অভিযোগকে কখনো চিন অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে স্বীকৃতি দেওয়া হয়নি। তবে বারংবার নানান নথি পেশ করে এই অভিযোগকে প্রতিষ্ঠা করতে দেখা যাচ্ছে ভাইরোলজিস্টদের। সম্প্রতি এমনই এক বিস্ফোরক নথি পেশ করেছেন চিনেরই এক ভাইরোলজিস্ট।

Advertisements

সম্প্রতি যে নথি সামনে এসেছে তাতে সার্স করোনা ভাইরাস নিয়ে চিনের গোপন পরিকল্পনা ফাঁস হওয়ার দাবী তোলা হচ্ছে। চিনের সামরিক বিজ্ঞানীরা নাকি এই ভাইরাসকে পাঁচ বছর আগেই অর্থাৎ ২০১৫ সালে জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য নিজেদের মধ্যে আলোচনা করেছিল। এই তথ্য অন্য কেউ ফাঁস করেননি, বরং ফাঁস করেছেন চিনেরই এক শীর্ষস্থানীয় বিজ্ঞানী। ওই বিজ্ঞানীর নাম লি-মেং ইয়ান।

Advertisements

লি-মেং ইয়ান নামের ওই বিজ্ঞানীর ফাঁস করা এই নথি নিয়ে শোরগোল পড়ে গেছে বিশ্বজুড়ে। ওই বিজ্ঞানী চিনা ভাষায় লেখা কিছু নথিকে ইংরেজিতে অনুবাদ করে টুইট করেছেন। যেখানে দাবি করা হয়েছে, “সার্স-কোভ-২ ভাইরাসটি চিনের সরকারি গবেষণাগারে তৈরি করা হয়েছে এবং চিনের সামরিক বিভাগের বিজ্ঞানীরা এটিকে জৈব হাতিয়ার রূপে ব্যবহারের বিষয়ে আলোচনা করছেন। শুধু তাই নয়, জৈব অস্ত্র দিয়েই নাকি তৃতীয় বিশ্ব যুদ্ধে লড়াই হবে।”

Advertisements

[aaroporuntag]
এমনকি সম্প্রতি অস্ট্রেলিয়ার এক খবরের ওয়েবসাইটেও এই নিয়ে একটি সংবাদ পরিবেশন করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, এই ভাইরাসের জিন ইচ্ছেমতো পরিবর্তন করে এবং মানুষের শরীরে ঘাতক অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে। যদিও এই নথি প্রকাশ্যে আসার পর এখনো পর্যন্ত চিনের তরফ থেকে কোনো কিছু বলা হয়নি। দেখার বিষয় তারা এনিয়ে কি বলছেন সেটাই।

Advertisements