বীরভূমে একদিনে করোনা জয় করলেন ৬২৭ জন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়েছে তখন স্বাভাবিকভাবেই আক্রান্তের সংখ্যা বাড়বে। তবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও আশার আলো দেখাচ্ছে প্রতিনিয়ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা বৃদ্ধি পাওয়া। গত ২৪ ঘন্টায় বীরভূমে নতুন করে করোনা জয় করলেন ৬২৭ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে সংখ্যাটা নেহাৎ কম নয়।

Advertisements

বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে রবিবার করোনা সংক্রান্ত যে নথি পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৭ জন। যাদের মধ্যে বীরভূম স্বাস্থ্য জেলা থেকে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮৭ জন এবং রামপুরহাট স্বাস্থ্য জেলা থেকে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১০ জন। জেলায় বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭৫০০। মোট সংখ্যার নিরিখে বীরভূম স্বাস্থ্য জেলায় রয়েছে ১৭৯০৪ জন এবং রামপুরহাট স্বাস্থ্য জেলায় রয়েছে ৯৫৯৬ জন।

Advertisements

অন্যদিকে গত ২৪ ঘন্টায় বীরভূমে নতুন করে সুস্থ হয়ে ওঠা ৬২৭ জনের মধ্যে বীরভূম জেলায় রয়েছেন ৩৪৪ জন এবং রামপুরহাট স্বাস্থ্য জেলায় রয়েছে ২৮৩ জন। বর্তমানে বীরভূমে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৮৪৪ জন। এই মোট সংখ্যায় ১১ হাজার ৪৪২ জন রয়েছেন বীরভূম জেলা থেকে এবং ৭৪০২ জন রয়েছেন রামপুরহাট স্বাস্থ্য জেলা থেকে।

Advertisements

[aaroporuntag]
তবে গত ২৪ ঘন্টায় বীরভূমে নতুন করে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ জন। যাদের মধ্যে ৩ জন রয়েছেন বীরভূম স্বাস্থ্য জেলা থেকে এবং ২ জন রয়েছেন রামপুরহাট স্বাস্থ্য জেলা থেকে। জেলায় বর্তমানে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫২। মোট মৃতদের মধ্যে ১৪৮ জন রামপুরহাট স্বাস্থ্য জেলা থেকে এবং ১০৪ জন বীরভূম জেলা থেকে। বর্তমানে জেলায় মোট সক্রিয় রোগীর সংখ্যা ৮৩২৪ জন।

Advertisements