বাংলার কৃষকদের অ্যাকাউন্টে এলো প্রধানমন্ত্রী কিষাণ যোজনা টাকা, রইলো আবেদন পদ্ধতি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৪ মে অর্থাৎ শুক্রবার দেশের প্রায় সাড়ে ৯ কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালেন ১৯০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় অষ্টম কিস্তি হিসাবে এই টাকা পাঠানো হলো। আর প্রথমবার বাংলার কৃষকরা যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রায় ৭ লক্ষ কৃষক এই টাকা পেলেন।

Advertisements

Advertisements

এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রায় ২৪ লক্ষ কৃষক অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। কিন্তু এই সকল বিপুলসংখ্যক কৃষকদের মধ্যে যাদের তথ্য রাজ্য সরকার যাচাই করে দিয়েছে তাদের মধ্যে প্রায় ৭ লক্ষ কৃষক প্রথম কিস্তি হিসাবে ২০০০ টাকা পেলেন। এই প্রকল্প অনুযায়ী বছরে তিনবার ২০০০ টাকা করে কৃষকদের দেওয়া হয়। অর্থাৎ মোট ৬ হাজার টাকা দেওয়া হয়ে থাকে কেন্দ্রের তরফ থেকে।

Advertisements

এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার জন্য আবেদন করার পদ্ধতি

২০১৮ সাল থেকে উদ্বোধন হওয়া এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে কৃষকদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ওয়েবসাইট pmkisan.gov.in -এ নিজেদের নাম নথিভুক্ত করতে হবে।

নাম নথিভুক্ত করার জন্য ওই ওয়েবসাইটে প্রবেশ করে ‘Farmers corner’ বিকল্প বেছে নিতে হবে এবং সেখানে থাকা ‘New Farmer Registration’ বিকল্পে ক্লিক করতে হবে। সেখানে নিজের আধার নম্বর দিয়ে এবং প্রয়োজনীয় যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

[aaroporuntag]
রেজিস্ট্রেশন করার পর রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনার দেওয়া নথি ভেরিফিকেশন করে দেওয়ার পরেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। আবেদন করা অথবা অন্য ক্ষেত্রে কোনো রকম জিজ্ঞাসার জন্য ১৫৫২৬১, ১৮০০১১৫৫৩৬ অথবা ০১১-২৩৩৮১০৯২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

Advertisements