নিজস্ব প্রতিবেদন : বিশ্বের প্রথম করোনা টিকা হিসাবে স্পুটনিক ভি আত্মপ্রকাশ করেছিল গত বছর। রাশিয়া প্রথম তাদের এই টিকা বিশ্বের সামনে এনে চমক দিয়েছিল। আর এবার সেই টিকা দিয়ে টিকাকরণ শুরু হলো ভারতে। শুক্রবার থেকে স্পুটনিক ভি টিকা দেওয়া শুরু হলো ভারতের হায়দ্রাবাদের ডক্টর রেড্ডি’স ল্যাবে। আর এদিন এই টাকা দিয়ে টিকাকরণ শুরু হওয়ার সাথে সাথে এই টিকার দাম জানিয়ে দেওয়া হল সংস্থার তরফ থেকে।
রাশিয়ার গ্যামালিয়া রিসার্চ ইনস্টিটিউটে তৈরি হওয়া এই কোভিড ভ্যাকসিন স্পুটনিক ভি সুদূর রাশিয়া থেকে চলতি মাসের প্রথমেই ভারতে আসে। প্রাথমিকভাবে প্রথম ধাপের দেড় লক্ষ ভ্যাকসিন আনা হয়। এরপর বৃহস্পতিবার ওই ভ্যাকসিন বাজারজাত করার ঘোষণা করেন নীতি আয়োগের সদস্য ভিকে পল। আর এই সম্মতি পাওয়ার পরেই শুক্রবার থেকে এই ভ্যাকসিন প্রদান শুরু করা হলো ভারতে।
First doses of Sputnik V administered in India. Deepak Sapra, Global Head of Custom Pharma Services at Dr Reddy's Laboratories receives the first jab of the vaccine in Hyderabad: Sputnik V#COVID19 pic.twitter.com/95eOT6gGWR
— ANI (@ANI) May 14, 2021
Imported doses of Sputnik V #COVID19 vaccine are presently priced at Rs 948 + 5% GST per dose, with the possibility of a lower price point when local supply begins: Dr. Reddy’s Laboratories pic.twitter.com/bEowM6ZhZY
— ANI (@ANI) May 14, 2021
[aaroporuntag]
স্পুটনিক ভি টিকা প্রয়োগ প্রয়োগ করার ক্ষেত্রে ভারতের ডক্টর রেড্ডি’স ল্যাবের সাথে গাঁটছড়া বেঁধেছে রাশিয়া। তারপরেই এই টিকা ভারতে পাঠানো হয়। ভারতে এই টিকা প্রয়োগের সাথে সাথেই সংস্থার তরফ থেকে এর দাম প্রকাশ করা হয়। এই টিকার একটি ডোজের দাম পড়ছে ৯৪৮ টাকা। আর এর সাথে ৫ শতাংশ জিএসটি যুক্ত হয়ে এর দাম দাঁড়াচ্ছে ৯৯৫.৪০ টাকা। তবে আগামী দিনে ভারতে এর উৎপাদন শুরু হলে দাম অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে।