লকডাউনে নিম্ন মধ্যবিত্তদের বিনামূল্যে রিচার্জ, ঘোষণায় ভোডাফোনের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পরার সাথে সাথে সেই সংক্রমণ ঠেকাতে দেশের একাধিক রাজ্যে জারি করা হয়েছে লকডাউন অথবা কার্ফু। আর এমত অবস্থায় দীন-দরিদ্র বহু মানুষ কর্মহীন হয়ে রয়েছেন। আর এই সকল কর্মহীন মানুষদের কথা মাথায় রেখে ভোডাফোন তাদের গ্রাহকদের বিনামূল্যে রিচার্জ দেওয়ার ঘোষণা করলো।

Advertisements

ইতিমধ্যেই মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও তাদের জিও ফোন গ্রাহকদের এই সঙ্কটকালীন প্রতিমাসে কোনরকম রিচার্জের ছাড়াই ৩০০ মিনিট কথা বলার সুযোগ করে দিয়েছে। একইভাবে দেশের আরও এক বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল ঘোষণা করেছে বিনামূল্যে ৪৯ টাকা রিচার্জ দেওয়ার। আর এবার সেই একই পথে হাঁটলো VI বা ভোডাফোন আইডিয়া।

Advertisements

ভোডাফোন আইডিয়া তরফ থেকে বুধবার ঘোষণা করা হয়েছে, তাদের যে সকল গ্রাহকরা নিম্ন মধ্যবিত্ত অর্থাৎ তাদের যে সকল গ্রাহকদের আয় কম সেই সকল গ্রাহকদের এককালীন ৪৯ টাকার রিচার্জ বিনামূল্যে দেওয়া হবে। এর পাশাপাশি ৭৯ টাকার রিচার্জের ক্ষেত্রে দেওয়া হবে দ্বিগুণ সুবিধা।

Advertisements

[aaroporuntag]
৪৯ টাকার রিচার্জে গ্রাহকরা পেয়ে থাকেন ৩৮ টাকা টকটাইম ১০০ এমবি ডেটা এবং ২৮ দিনের ভ্যালিডিটি। অন্যদিকে ৭৯ টাকার রিচার্জে পাওয়া যায় ১২৮ টাকা টকটাইম এবং ২০০ এমবি ডেটা ও ২৮ দিন ভ্যালিডিটি। বর্তমানে এই রিচার্জে দ্বিগুণ সুবিধা পাওয়া যাবে।

Advertisements