বাড়িতে বসেই হবে করোনা পরীক্ষা, নতুন কিটের সম্মতি দিলো ICMR

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা পরীক্ষা নিয়ে সমস্ত ঝঞ্ঝাট এবার দূর হওয়ার পথে। সম্প্রতি ICMR-এর তরফ থেকে এমন একটি নতুন কিটের সম্মতি দেওয়া হয়েছে যাতে করে এবার থেকে বাড়িতে বসে নিজেরাই নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নিতে পারবেন। নির্দিষ্ট পদ্ধতি মিলে এই পরীক্ষা করলে মাত্র ১৫ মিনিটের মধ্যেই ফলাফল পাওয়া যাবে।

Advertisements

নতুন ধরনের এই করোনা পরীক্ষা করার কিটটি তৈরি করেছে মাইল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেড নামে একটি সংস্থা। ওই সংস্থার তৈরি করা কিটকে বুধবার সম্মতি দিয়েছে ICMR। ICMR এর তরফ থেকে জানানো হয়েছে, এই কিটের মাধ্যমে অ্যান্টিজেন টেস্ট করা যাবে। সেই সকল মানুষেরা এই কিট ব্যবহার করতে পারবেন যারা শুধুমাত্র করোনার উপসর্গযুক্ত ব্যক্তি বা অতি সম্প্রতি করোনায় আক্রান্তের সংস্পর্শে এসেছেন। এই নতুন কিটের মাধ্যমে পরীক্ষা করার পর যাদের রিপোর্ট পজেটিভ আসবে তাদের পুনরায় টেস্ট করার প্রয়োজন নেই। সরকারি নির্দেশিকা মেনে আইসোলেশনে থাকতে হবে।

Advertisements

নতুন এই করোনা পরীক্ষা করার কিট আগামী এক সপ্তাহের মধ্যেই বাজারে চলে আসবে বলে জানা যাচ্ছে। এই কিট তৈরি করতে পাঁচ মাস সময় লেগেছে। বাজারে আসার পর সমস্ত রকম কর যুক্ত হয়ে এই কিটের দাম পড়বে ২৫০ টাকা। পরীক্ষা করার পরেই কিট ফেলে দেওয়ার জন্য একটি ডিসপোজেবল ব্যাগ রয়েছে যেখানে এটিকে ভরে দিতে হবে।

Advertisements

পরীক্ষা করার পদ্ধতি

করোনা পরীক্ষা করার এই নতুন টেস্ট কিটে রয়েছে একটি টিউব, নাক থেকে সোয়াব সংগ্রহ করার স্টিক, একটি টেস্ট কার্ড এবং জৈববর্জ্য ব্যাগ। যে সকল ব্যক্তিরা এই কিট ব্যবহার করবেন তাদেরকে ম্যাইল্যাব কোভিসেলফ নামে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।

পরীক্ষা করার সময় সোয়াব সংগ্রহ করতে দেওয়া নির্দিষ্ট স্টিকটি বাধাপ্রাপ্ত না হওয়া পর্যন্ত নাকের ভিতর দুই থেকে চার সেন্টিমিটার পর্যন্ত ঢোকাতে হবে। নাকের দুটি ছিদ্রেই তা ঢুকিয়ে পাঁচবার ঘোরাতে হবে। তারপর তার টিউবের মধ্যে দিতে হবে এবং বাকি সোয়াব ভেঙে ফেলতে হবে। সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে টিউবের মুখ। এরপর টিউবটি চেপে ধরে টেস্ট কার্ডের উপর পরপর দু ফোঁটা ফেলতে হবে। ফলাফলের জন্য সর্বোচ্চ ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। তবে ২০ মিনিট পর যদি ফলাফল না আসে তাহলে সেটি বাতিল করতে হবে।

ফলাফল জানার ক্ষেত্রে বলা হয়েছে, টেস্ট কার্ডের ওপর দুটি সেকশন রয়েছে। একটি হলো কন্ট্রোল সেকশন এবং অন্যটি হলো টেস্ট সেকশন। সেক্ষেত্রে কেবলমাত্র কন্ট্রোল সেকশন অর্থাৎ সি বিভাগের উপর বার দেখা যায় তা হলে জানতে হবে ফলাফল নেগেটিভ। আর যদি কন্ট্রোল সেকশন এবং টেস্ট সেকশন দুটির ক্ষেত্রেই বার লক্ষ্য করা যায় তা হলে জানতে হবে ফলাফল পজেটিভ।

[aaroporuntag]
পরীক্ষা করার পর সেই কার্ড মোবাইল ফোনের ক্যামেরার নিচে রাখতে হবে। এরপর আপনি আগে যে মোবাইল অ্যাপটি ডাউনলোড করে ছিলেন সেটি খুললেই ফলাফল পড়ে নেবে অ্যাপ। আর তা আপলোড হয়ে চলে যাবে আইসিএমআর-এর কাছে।

Advertisements