নিজস্ব প্রতিবেদন : রাজ্যের প্রায় সর্বত্র উত্তরোত্তর করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফ থেকে ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত রাজ্যে কঠোর বিধি-নিষেধ জারি করা হয়েছে। এই বিধিনিষেধ পূর্ণ লকডাউন না হলেও তা প্রায় কার্যত লকডাউন। আর এই মত অবস্থায় বীরভূম জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই কঠোর বিধি-নিষেধ চলাকালীন জরুরী ভিত্তিতে যানবাহন অথবা নাগরিকদের চলাচলের জন্য লাগবে পাস।
জরুরী ভিত্তিতে এক জায়গা থেকে অন্য জায়গা চলাচলের জন্য বীরভূম জেলা পুলিশের তরফ থেকে যে পাস নেওয়ার কথা বলা হয়েছে তাতে আবেদনকারীকে নিকটবর্তী থানায় আবেদন করতে হবে। আবেদন করার জন্য একটি নির্দিষ্ট ফরম্যাটের আবেদনপত্র দেওয়া হবে। যেখানে সমস্ত তথ্য পূরণ করে জমা দিতে হবে এবং নির্দিষ্ট থানা জরুরী ভিত্তিতে যানবাহন অথবা ওই ব্যক্তির চলাচলের জন্য অনুমতি দেবে।
বীরভূম জেলা পুলিশের তরফ থেকে যে ফরম আবেদন পত্র দেওয়া হচ্ছে এই পাসের জন্য তাতে আবেদনকারীকে জানাতে হবে আবেদনকারীর নাম অথবা আবেদনকারী ব্যবসায়িক বা অন্য সংস্থার নাম, কোন তারিখ থেকে কোন তারিখ চলাচলের জন্য ছাড়পত্র চাইছেন, গাড়ির নম্বর, গাড়ি রেজিস্ট্রেশন নম্বর, গাড়ির চালকের নাম, কোথায় থেকে কোথায় যাত্রা করতে চাইছেন, যাত্রা করার কারণ এবং উপযুক্ত নথি।
[aaroporuntag]
অফলাইন ছাড়াও অনলাইনেও এই আবেদন করা যাবে বলে জানানো হয়েছে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে। সেক্ষেত্রে আবেদনকারীকে আবেদন করার জন্য যেতে হবে পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট https://wb.gov.in অথবা http://epassinterdistrictwb.semtwb.in/aspx/passbookinginterdistrict.aspx এ। সেখানে গিয়ে মোবাইল নম্বর এবং ওটিপি ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে এই ছাড়পত্রের জন্য আবেদন করা যেতে পারে।