ব্ল্যাক ফাঙ্গাস মহামারী ঘোষণা হতেই নয়া নির্দেশিকা AIIMS-এর

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা অতিমারি পরিস্থিতিতে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে এই ব্ল্যাক ফাঙ্গাসের খোঁজ মিলেছে। মূলত করোনা আক্রান্ত রোগীদের শরীরেই বাসা বাঁধছে এই ব্ল্যাক ফাঙ্গাস। ইতিমধ্যেই এই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করা হয়েছে। আর এর পাশাপাশি AIIMS-এর তরফ থেকে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisements

Advertisements

এই মুহূর্তে বিরল ছত্রাকজনিত রোগ হিসাবে পরিচিত মিউকরমাইকোসিস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। মহারাষ্ট্রে এই ব্ল্যাক ভাঙ্গাতে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ৯০ জন প্রাণ হারিয়েছেন। রাজস্থান সরকার এই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করেছে এবং এর জন্য আলাদা করে ওয়ার্ড তৈরি করেছে।

Advertisements

কাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি

১) অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ডায়াবেটিক কেটোসিডোসিসের জন্য অতিমাত্রায় স্টেরয়েড, টসিলিজুমাব নেওয়া ব্যক্তিদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।

২) যে সকল ব্যক্তিদের immunosuppressant বা anticancer চিকিৎসা চলছে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

৩) গুরুতর করোনা আক্রান্ত রোগী যাদের অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ

১) নাক থেকে রক্ত বের হওয়া এবং অস্বাভাবিক কালো স্রাব।

২) অনুনাসিকে বাধা, মাথাব্যথা, চোখে ব্যথা, চোখের চারপাশে ফোলাভাব, দেখতে সমস্যা, চোখে লাল ভাব, চোখ বন্ধ ও খোলার ক্ষেত্রে অক্ষমতা বা অসুবিধা।

৩) মুখের মধ্যে অসাড়তা, খাবার চিবানোর ক্ষেত্রে অসুবিধা।

লক্ষণ দেখা দিলে কি করবেন

[aaroporuntag]
এই সকল লক্ষণ দেখা দিলে কোনরকম আতঙ্কিত না হয়ে প্রথমেই আপনি নাক কান গলার চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারেন। রাতারাতি সুগার পরীক্ষা করে ওষুধ নেওয়া। চিকিৎসকের সাথে পরামর্শ না করে নিজে থেকে কোনরকম ওষুধ নেওয়া যাবে না।

Advertisements