নিজস্ব প্রতিবেদন : ঘূর্ণিঝড় তাওকতের দাপটে বিধ্বস্ত মহারাষ্ট্র। পাশাপাশি একাধিক এলাকা থেকে শতাধিক মানুষের প্রাণহানির খবর যখন নাড়া দিচ্ছে আমজনতাকে ঠিক সেইসময় ভাঙ্গা গাছের ডাল ধরে নেচে ট্রোলড হলেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী দীপিকা সিং। অভিনেত্রী নিজে তার এই নাচের ভিডিও আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই ক্ষিপ্ত নেটিজেনরা।
ঘূর্ণিঝড় তাওকতের দাপটে মায়ানগর মুম্বইয়ের একাধিক জায়গায় কোথাও গাছের ডাল ভেঙে পড়েছে, কোথাও আবার ভেঙে পড়েছে টিনের চাল। আর এই পরিস্থিতিতে বিশেষ করে করোনাকালে বহু মানুষের মাথা গোঁজার ঠাঁই না থাকায় নাজেহাল অবস্থা। আর এই পরিস্থিতিতে ঝড়ে ভেঙে পড়া গাছের ডাল ধরে উদ্দাম নৃত্য স্বাভাবিক ভাবেই মেনে নিতে পারেননি সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা।
[aaroporuntag]
‘দিয়া অউর বাতি হাম’ নামের হিন্দি সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে খ্যাতি পেয়েছেন হিন্দি অভিনেত্রী দীপিকা। তবে তার এই ভয়ঙ্কর পরিস্থিতির গাছের ডাল ধরে পোজ দিয়ে নাচ এবং ছবি তোলাকে কেউই মেনে নিতে পারেননি। এটি কেন্দ্রের তরফ থেকে এই ধরনের ভিডিও পোস্ট করতে নিষেধ করা হয়েছে এবং অভিনেত্রীকে এইভাবে বাইরে ঘুরে বেড়াতে নিষেধ করা হয়েছে। অনেকে আবার কটাক্ষের সুরে বলেছেন, ‘আপনার ঘরের ছাদ পোক্ত আছে তাই এই নাচ’। অনেকে আবার অভিনেত্রীকে নির্বোধ বলেও কটাক্ষ করেছেন।