নিজস্ব প্রতিবেদন : ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সাথে সাথে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে প্রশাসন থেকে আমজনতার। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। আর এই ভয়ঙ্কর পরিস্থিতি রুখে দিতে একাধিক রাজ্য আংশিক লকডাউন, পূর্ণ লকডাউন অথবা কঠোর বিধিনিষেধ জারি করেছে। এই পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষেরা কাজ হারিয়ে অসহায়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে প্রশাসনিক উদ্যোগে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। আর ঠিক একইভাবে এবার তাদের পাশে দাঁড়ালো BSNL।
ভারতের রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল সম্প্রতি তাদের গ্রাহকদের বর্তমান সঙ্কট কালে পাশে দাঁড়ানোর জন্য বিনামূল্যে রিচার্জ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলো। ঘূর্ণিঝড় তাওকতে এবং করোনার কারণে যখন গ্রাহকরা অর্থ সঙ্কটে ভুগছেন, ঠিক সেইসময় বিএসএনএল বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিলো তাদের গ্রাহকদের আপাতত আর ভ্যালিডিটি রিচার্জ করতে হবে না। বিনামূল্যে ভ্যালিডিটি দেওয়ার পাশাপাশি দেওয়া হচ্ছে ফ্রি মিনিট।
সরকারি এই টেলিকম সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বিএসএনএল প্রিপেড গ্রাহকদের রিচার্জ প্ল্যান ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়া হলো ৩১ মে পর্যন্ত। এর পাশাপাশি যে সমস্ত গ্রাহকদের ভ্যালিডিটি ১ এপ্রিল বা তারপরে শেষ হয়েছে তাদের ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়া হল ৩১ মে পর্যন্ত। সাথে সাথে সেই সমস্ত গ্রাহকরা যোগাযোগের ক্ষেত্রে নিরবিচ্ছন্নতা অনুভব করেন তার জন্য ১০০ মিনিট ফ্রি কল দেওয়া হচ্ছে। আর এই সকল কোনো ক্ষেত্রেই গ্রাহকদের আলাদা করে কিছু খরচ বহন করতে হবে না।
#BSNL extends its support during these difficult time and offers free validity extension and 100 minutes of calling benefit to its customers.@cmdbsnl #PressRelease pic.twitter.com/azPKLYoUvD
— BSNL India (@BSNLCorporate) May 19, 2021
#BSNL extends its support during these difficult time to its customers so that they can always stay connected to their loved ones.@CMDBSNL @DoT_India #Unite2FightCorona #StaySafe #StayHome pic.twitter.com/TDJ4waIzdz
— BSNL India (@BSNLCorporate) May 20, 2021
[aaroporuntag]
প্রসঙ্গত, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিএসএনএল ছাড়াও দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলি তাদের গ্রাহকদের জন্য বিনামূল্যে রিচার্জ অথবা ফ্রি মিনিট দেওয়ার ঘোষণা করেছে। Airtel এবং VI তাদের গ্রাহকদের ৪৯ টাকার রিচার্জ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে। অন্যদিকে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও তাদের জিওফোন গ্রাহকদের প্রতিমাসে বিনামূল্যে ৩০০ মিনিট করে কথা বলার সুযোগ দিচ্ছে। আর এই একই পথে হেঁটে ভারতের রাষ্ট্রীয় টেলিকম সংস্থার বিএসএনএল জানিয়েছে, যতদিন এই পরিস্থিতি চলবে ততদিন তারা ধাপে ধাপে এই সুযোগ গ্রাহকদের দিয়ে থাকবেন।