প্রেসার কুকারের সাহায্যে রুটি, শর্টকাট কৌশলে মাত নেটপাড়া

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রেসার কুকারের সাহায্যে সহজে রুটি বানানোর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও দেখেও সাধ মিটছে না সোশ্যাল নাগরিকদের। ইতিমধ্যেই সেই ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডের হলেও মাত্র দু’মিনিটের মধ্যে এইভাবে রুটি বানানোর কৌশল স্বাভাবিকভাবেই মন জয় করেছে নেট নাগরিকদের। সর্বসাকুল্যে ভিডিওটি ৩১ সেকেন্ডের।

Advertisements

সাধারণত রুটি বানানোর ৪টি ধাপ থাকে। প্রথম ধাপ হলো ভালো করে আটা মাখিয়ে নেওয়া। দ্বিতীয় ধাপ হলো চাকি ও বেলনের সাহায্যে আটাকে রুটির আকার দেওয়া। তৃতীয় ধাপ হলো চাটুতে সেঁকে নেওয়া এবং চতুর্থ ধাপ হলো জালে ফুলিয়ে খাবারের তালিকা পরিবেশন করা।

Advertisements

তবে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে এই চারটি ধাপের মধ্যে একটি ধাপ বাদ পড়েছে। অর্থাৎ একটি ধাপকে বাদ দিয়েই রুটি তৈরি করে পরিবেশন করা সম্ভব তা এই কৌশলেই ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে প্রথম এবং দ্বিতীয় ধাপের পর তৃতীয় ধাপকে বাদ দিয়ে একেবারে চতুর্থ ধাপে চলে যাওয়া। আর এক্ষেত্রে চতুর্থ ধাপে জালের পরিবর্তে রুটিকে সরাসরি প্রেসার কুকারের মধ্যে ভরে দু’মিনিট পর বের করেই তা খাবারের থালায় পরিবেশন করা হচ্ছে।

Advertisements

[aaroporuntag]
ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা রুটি বেলার পর তা অন্যের মধ্যে বসানো একটি প্রেসার কুকারের মধ্যে ভরে দিচ্ছেন এবং দু’মিনিট পর প্রেসার কুকারের মুখ বন্ধ করে রাখছেন। তারপরই দেখা যাচ্ছে রুটি তৈরি হয়ে যাচ্ছে।

Advertisements