কোনভাবেই উপেক্ষা নয় ব্ল্যাক ফাঙ্গাসকে, ইতিমধ্যেই আক্রান্ত প্রায় ৯ হাজার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এক করোনাতেই রক্ষে নেই, তারপর আবার দোসর হয়ে হাজির ব্ল্যাক ফাঙ্গাস। বর্তমানে করোনার পাশাপাশি এই ব্ল্যাক ফাঙ্গাসও মহামারীর আকার নিচ্ছে ভারতে। এক সময় আমরা করোনাকে অপেক্ষা করাই তার ফল বর্তমানে ভোগ করছি। আর এবার ব্ল্যাক ফাঙ্গাসও যে দিকে এগোচ্ছে তাতে কোন মতেই উপেক্ষা করা যাবে না। ইতিমধ্যেই দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত প্রায় ৯ হাজার।

Advertisements

Advertisements

সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী দেশে এখনও পর্যন্ত মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়েছে ৮ হাজার ৮৪৮ জনের শরীরে। মাত্র কয়েকদিনের মধ্যেই এই বিপুলসংখ্যক মানুষের আক্রান্ত হয়ে পড়া স্বাভাবিক ভাবেই ভাবিয়ে তুলছে কেন্দ্র সরকারকে।

Advertisements

পরিসংখ্যান অনুযায়ী এই ব্ল্যাক ফাঙ্গাসে সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে গুজরাতে। যেখানে ইতিমধ্যেই ২২৮১ জনের শরীরে এই ছত্রাক ধরা পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, যেখানে ইতিমধ্যেই আক্রান্ত ২০০০ জন। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশে যথাক্রমে ৯১০ ও ৭২০ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত।

এই সকল রাজ্যগুলির ছাড়াও অন্যান্য রাজ্য যেমন বিহারে ৫৬, ছত্তিশগড়ে ৮৭, চন্ডিগড়ে ৮, দমন ও দিউয়ে ৬, দিল্লিতে ১৯৭, গোয়ায় ১২, হরিয়ানাতে ২৫০, ঝাড়খন্ডে ২৭, কর্নাটকে ৫০০, কেরালায় ৩৬, পঞ্জাবে ৯৫, রাজস্থানে ৭০০, তামিলনাড়ুতে ৪০, তেলেঙ্গানায় ৩৫০, উত্তরপ্রদেশে ১১২, উত্তরাখণ্ডে ২, সেন্ট্রাল ইনস্টিটিউশনে ৪৪২, পশ্চিমবঙ্গে ও ত্রিপুরায় একজন করে আক্রান্ত হয়েছেন।

[aaroporuntag]
যদিও এই রোগ নিয়ে নীতি আয়োগের সদস্য ভিকে পল জানিয়েছেন, এই ব্ল্যাক ফাঙ্গাস নতুন কোনো রোগ নয়, যে কারণে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। মূলত সুগারের রোগীদের শরীরে এই রোগ বেশি দেখা দিচ্ছে। পাশাপাশি কেন্দ্র এর সমস্ত রকম মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছে।

Advertisements