লকডাউন ভেঙ্গে বিয়ে বাড়ি, ব্যাঙ দৌঁড় দৌঁড়ালেন বরযাত্রীরা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভয়ঙ্কর রকমের করোনা পরিস্থিতি সামাল দিতে দেশের অধিকাংশ রাজ্যে জারি হয়েছে আংশিক লকডাউন, পূর্ণ লকডাউন অথবা কঠোর বিধি নিষেধ। আর এই লকডাউন ভেঙ্গে একদল বরযাত্রীকে বিয়ে বাড়ি যাওয়ার কারণে দৌঁড়াতে হলো ব্যাঙ দৌঁড়। নিয়ম ভেঙে এমন কাজ করার কারণে অভিনব এই শাস্তি দিয়েছে পুলিশ।

Advertisements

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্ড জেলায়। লকডাউনের কড়া বিধিনিষেধ অমান্য করে পুলিশের হাতে ধরা পড়েনি প্রায় ৩৫ জন। আর এদের প্রায় প্রত্যেককেই ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে রাস্তায় দৌঁড়ানো করান পুলিশকর্মীরা। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ওই জেলার উমারি গ্রামের একটি বিয়ে বাড়িতে প্রায় ৩০০ জন অতিথি উপস্থিত হয়েছিলেন। সবথেকে বড় বিষয় হলো বর্তমান পরিস্থিতিতে এই সকল হাজির হওয়া অতিথিদের মধ্যে অনেকের মুখেই ছিল না মাস্ক। এরপর পুলিশ খবর পেয়ে সেখানে উপস্থিত হলে অতিথিদের মধ্যে পালানোর তাড়াহুড়ো করে যায়। অবশ্য পুলিশ ৩৫ জনকে ধরতে সক্ষম হয়। আর তারপরেই তাদের ব্যাঙের মতো লাফিয়ে যাকে বলে ফ্রগ জাম্প করিয়ে বাড়ি পাঠানো হয়।

Advertisements

[aaroporuntag]
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ ওই সকল ধৃতদের লাঠি উঁচিয়ে এই ফ্রগ জাম্প করাচ্ছেন। কেউ লাইন ভাঙলে তার জন্য রয়েছে আলাদা শাস্তি। পাশাপাশি পুলিশের তরফ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এই লকডাউন চলাকালীন যেন আর এমন ভুল না করা হয়। ভুল করলে তাদের জন্য আবার আলাদা শাস্তির ব্যবস্থা করবেন তারা।

Advertisements